অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামবাসী খালেদা জিয়াকে বরণ করতে প্রস্তুত- আমীর খসরু

1
.

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ২৮শে অক্টোবর শনিবার চট্টগ্রামবাসী গনতন্ত্রের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বঃতর্ফুত ভাবে বরণ করতে প্রস্তুত। ঐ দিন প্রমাণ হবে ভোটাধিকার আদায়ে, গনতন্ত্র আদায়ে জনগন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ। দেশের চরম সংকটে জনগনকে মুক্ত করতে বেগম খালেদা জিয়ার আন্দোলনে চট্টগ্রামবাসী সবসময় অগ্রণি ভূমিকা পালন করেছে।

তিনি আজ বৃহস্পতিবার বিকালে নগরীর মেহেদীবাগস্থ বাসভবনে চট্টগ্রাম মহানগর নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এ বক্তব্য দেন।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সিটি গেইট হতে সার্কিট হাউজ পর্যন্ত রাস্তার দুই পার্শ্বে সুশৃঙ্খলভাবে দাড়িয়ে সকলে নেত্রীকে স্বাগত জানাবে। আমীর খসরু বলেন, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগন যাতে আর ভোটাধিকার বঞ্চিত না হয় সেই লক্ষে সকলকে সতর্ক থাকতে হবে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, ২৮শে অক্টোবর প্রমাণ হবে চট্টগ্রামবাসী খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার আন্দোলনে ঐক্যবদ্ধ।

সভাপতির বক্ত্যবে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, চট্টগ্রামবাসী আন্তরিক অর্ভ্যতনা দিয়ে দেশ নেত্রীকে বরণ করবে।

সভায় আরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি এম.এ আজিজ, মো: মিয়া ভোলা, শামসুল আলম, জয়নাল আবেদিন জিয়া, হারুন জামান, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন,সৈয়দ আহমদ,মাহাবুবুল আলম, ইকবাল চৌধুরী, সিনিয়র যুগ্ম-সম্পাদক এস.এম সাইফুৃল আলম, শাহ আলম, ইসকান্দর র্মিজা, ইয়াসিন চৌধুরী লিটন, মঞ্জুরুল আলম মঞ্জু, আনোয়ার হোসেন লিপু , জাহাঙ্গীর আলম দুলাল, কাউন্সিলর আবুল হাশেম, বিএনপি নেতা মজুরুল আলম, আবু জহুর, শহিদ মো: চৌধুরী, নুরুল আকবর কাজল, শ্রমিকদল নেতা শেখ নুরুল্লাহ বাহার, কমান্ডার শাহাব উদ্দিন, কেন্দ্র্রীয় যুবদল নেতা শামসুল হক, মুক্তিযোদ্ধা দলের সভাপতি হাজী হোসেন, কেন্দ্রীয় মহিলা দল নেত্রী ফাতেমা বাদশা,মহিলা দল সভাপতি মনোয়ারা বেগম মনি, সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, বিএনপি নেতা মো: ইসমাইল, যুব বিষয়ক সম্পাদক আব্বাস রশিদ, মো: সেকান্দর, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, কাউন্সিলর মো: আজম, শরিফ খাঁন, শরফরাজ কাদের রাসেল, মো: আফতাবুর রহমান শাহিন, আবদুল কাদের জসিম, বিএনপি নেতা ডা: নুরুল আবসার, মো: শাহাব উদ্দিন, আলহাজ্ব কামাল উদ্দিন,জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদল নেতা সরোয়ার উদ্দিন সেলিম, বেলায়েত হোসেন বুলু, এইচ.এম রাশেদ খান, ফজলুল হক সুমন, মোশারফ হোসেন, সিরাজ উদ্দিন, মনিরুল ইসলাম জনি সহ থানা ও ৪১ টি ওয়ার্ড নেতৃবৃন্দ।