আ’লীগ নেতাকে প্রাণনাশের হুমকি ছাত্রলীগ কর্মী’র!

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবালকে ফোনে হত্যার হুমকি দিয়েছে স্থানীয় ছাত্রলীগের এক কর্মী। এই ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে জাফর ইকবাল মিরসরাই থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
মিরসরাই থানায় দায়েরকৃত ডায়েরী থেকে জানা যায়, শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে মিরসরাই পৌরসভার উত্তর আমবাড়ীয়া গ্রামের নুরুল আবছারের ছেলে জাহেদ হোসেন (ছাত্রলীগ কর্মী) নিজের ব্যক্তিগত মুঠোফোন নম্বর হতে আওয়ামী লীগ নেতা জাফর ইকবালকে এলাকা ছাড়তে বলে অন্যথায় কেটে টুকরো টুকরো করে খুন করবে বলে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া থানায় অভিযোগ করতেও বারণ করে জাহেদ।
মিরসরাই পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল বলেন, ‘জাহেদ অত্যান্ত সন্ত্রাসী প্রকৃতির ছেলে। সে আমাকে রাজনৈতিক শত্রুতার জের ধরে প্রাণনাশের হুমকি দিয়েছে। আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে মিরসরাই থানায় সাধারণ ডায়েরী করেছি।’
তবে এব্যাপারে ছাত্রলীগ কর্মী জাহেদ হোসেনের ফোনে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায় নি।