অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কক্সবাজারে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে শিশু ধর্ষক সেলিম নিহত

1
.

কক্সবাজারে র‌্যাবের সাথে কথিত ‘বন্দুকযুদ্ধে’ সেলিম (২২) নামে এ যুবক নিহত হয়েছেন। তিনি শিশুধর্ষণ মামলার আসামী ছিলেন বলে জানা গেছে।

র‌্যাব সূত্র জানায়, আজ মঙ্গলবার ভোরে জেলার খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

র‌্যাব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, আজ মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

তিনি আরো বলেন, ‘র‌্যাবের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ানশুটারগান উদ্ধার করা হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, নিহত মোহাম্মদ সেলিম (২২) কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে। গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা দায়ের করেন শিশুটির বাবা।