অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

জিপিএইচ কারখানায় বিস্ফোরণঃ একে একে মারা যায় ৪ শ্রমিক

1
.

চট্টগ্রামের সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানার তরল লোহার ট্যাংক (ফার্নেস) বিস্ফোরণে ঘটনায় আহতদের মধ্যে এ পর্যন্ত ৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। সর্বশেষ গতকাল শনিবার এক শ্রমিকের মৃত্যু হয়।

নিহত শ্রমিকের নাম আনোয়ার হোসেন (৩৩)। তিনি ফেনী জেলার বাসিন্দা বলে জানা যায়। ঢাকা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে চিকিৎসাধানীন অবস্থায় নওগাঁ জেলার বাবু ডায়নামিক (৩২), ভোলা জেলার মোঃ শাহ আলম (২৮), কুমিরা মছজিদ্দা গ্রামের সোলেমান (৩৫) মারা যান।

.

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ অক্টোবর) ভোরে জিপিএইচ ইস্পাত কারখানায় ফার্নেস চুল্লির বিস্ফোরণে ১১ শ্রমিক অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে ৯জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাতপালে ভর্তি করা হয়। পরে ওই দিন ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়।

ঢাকায় নেয়ার পথে একজনের ‍মৃত্যু হয়। পরে ক্রমান্বয়ে একে একে ৪ জন মারা যান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার হাসান জানান, অগ্নিদ্বগ্ধ হয়ে আহত শ্রমিকদের মধ্যে ৪ জন মৃত্যু হয়েছে বলে শুনেছি। মালিক পক্ষ নিহতদের পরিবারে সাথে এনিয়ে সমাধান করেছেন।

এদিকে সীতাকুণ্ডের ছোট কুমিরায় অবস্থিত জিপিএই ইস্পাত কারখানার মালিক আলমাস শিমুল বলেছেন। এটি একটি দুর্ঘটনা। এতে কারো হাত নেই। ৪ জন শ্রমিক মারা গেছে। তাদের পরিবারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।

চমেক হাসপাতাল সুত্রে জানাগেছে, গত মঙ্গলবার জিপিএইচ কারখানায়  বিস্ফোরণে দগ্ধ ১১জনকে সকালে ভর্তি করা হয়েছিল এদের মধ্যে তিনজন প্রথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। বাকীদের ভর্তি করার পর চিকিৎসকদের পরামর্শে ৫ জনকে এয়ার এ্যম্বুলেন্স যোগে ঢাকায়

অগ্নিদগ্ধ হয়ে আহতরা হলেন- আবদুর রবের ছেলে আনোয়ার হোসেন (৩০), আনছার আলীর ছেলে মিজানুর রহমান (২৭), বাদশা মিয়ার ছেলে সোলায়মান (২৮), মতিউর রহমানের ছেলে মিনহাজুল ইসলাম (২৮), আবদুল হকের ছেলে শাহ আলম (৩২), তাজুল ইসলামের ছেলে জাহাঙ্গীর (২৭), আজিজুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (২৬), আতাউল হকের ছেলে আলাউদ্দিন (২৮) প্রমুখ।