অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

লোহাগাড়ায় অস্ত্র বেচাকেনার সময় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

0

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :

.

জেলার লোহাগাড়া উপজেলায় অস্ত্র বেচাকেনার সময় এক ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড চেয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত অন্য দুজন হলেন, আব্দুশ শুক্কুর (২১) ও আব্দুল করিম (২৪)। তাদের দুজনের বাড়িই পদুয়া ইউনিয়নের বদলা পাড়ায়।

বুধবার রাত আটটার সময় পদুয়া উচ্চবিদ্যালয় মাঠের দক্ষিণ প্রান্তে খেজুর গাছের তলায় একটি এলজি বন্দুক ও কয়েক রাউন্ড গুলি বিক্রির সময় স্থানীয় ছাত্রলীগ নেতা ইলিয়াছ সানি ও দুজন ক্রেতা ধরা পড়ে।

জানা গেছে, অস্ত্র বেচাকেনার খবর পেয়ে পদুয়া নাওঘাটা সিএনজি চালক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন থানা পুলিশকে ফোন করে। থানার সেকেন্ড অফিসার এস আই সোহরাওয়ার্দি প্রকাশ সরওয়ার ও এস আই ওয়াসিম ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতারা আটককৃতদের ছাড়িয়ে নেয়ার চেষ্টায় নানা তদবির করতে থাকে। একপর্যায়ে লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ শাহাজাহান (পিপিএম বার) ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়।

ওসি শাহজাহান জানান, আটককৃতদের বিরুদ্ধে  অস্ত্র আইনে মামলা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে ৭ দিনের রিমান্ড আবেদন নিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানাগেছে, আটককৃত ইলিয়াছ সানি উত্তর আমিরাবাদ চট্টলা পাড়ার হোসাইন আহমদের পুত্র। লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এস আই সোহরাওয়ার্দি ওরফে সরওয়ার জানান, গ্রেফতারকৃতরা অস্ত্র বিক্রির উদ্দেশ্যে জড়ো হলে খবর পেয়ে পুলিশ হাতেনাতে গ্রেফতার করেছে।