অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সাংবাদিক সাইফুল মাহমুদের পিতার ইন্তেকাল

6
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য, বিডি লাইভ ২৪ ডট কম সীতাকুণ্ড প্রতিনিধি সাংবাদিক সাইফুল মাহমুদ এর পিতা কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সদস্য, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আমিন উল্লাহ ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১ টার সময় চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে চিকিৎধীন অবস্হায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন বলে জানান মরহুমের ছেলে সাংবাদিক সাইফুল মাহমুদ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ বহু গুনাগ্রাহী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবত হৃদরোগে ভূগছিলেন। আজ এশারের নামাযের পর বড় কুমিরাস্থ হযরত ডাল মিয়া (রঃ) মসজিদ প্রাঙ্গনে মরহুম আমিন উল্লাহ’র নামাযের জানাযা অনুষ্ঠিত হবে।অনুষ্ঠিত হবে।

সাংবাদিক সাইফুল মাহমুদের পিতার মৃত্যু গভীর শোক প্রকাশ করেছেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকান্দার হোসাইন, সাধারণ সম্পাদক সৌমিত্র চক্রবর্তী, সাবেক সভাপতি এস এম ফুরকান আবু, এম হেদায়েত উল্লাসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

এ ছাড়া সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিএসসিসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।

এদিকে আমিন উল্লাহর মৃত্যুতে কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, শিক্ষক- কর্মচারী,ছাত্রবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদায়ী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন জানান।

৬ মন্তব্য
  1. M Nazmul Islam বলেছেন

    Inna Lillahi Uainna Ilaihi Rajiun

  2. Md Mahabub Rahman বলেছেন

    Inna Lillahi Uainna Ilaihi Rajiun

  3. Salim Hossain বলেছেন

    ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাহে রাজেউন। আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুন | আমীন |

  4. Surovi Mrinmoi বলেছেন

    Inna Lillahi Uainna Ilaihi Rajiun.

  5. সত্যকে জাতিরকাছে তুলে ধর বলেছেন

    জানন্নাত দান করুক

  6. Bahar Uddin বলেছেন

    ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন