অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে এক হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

0
.

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকায় অভিযান চালিয়ে একহাজার পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার উপজেলার দক্ষিন ঘোড়ামরাস্থ জনৈক সোনা মিয়া ড্রাইভারের বাড়ীর সামনে এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোষ্টে সীতাকুণ্ডমুখী একটি রেগুনা গাড়িতে তল্লাশী চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।

.

হাইওয়ে পুলিশের বার আউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব বলেন,  গোপন সংবাদের সূত্রে খবর পেয়ে সকালে অভিযান চালিয়ে রেগুনা গাড়ি থামিয়ে উক্ত রোহিঙ্গা নারীকে আটক করা হয়। এসময় তার দেহে তল্লাশী করে একহাজার পিস উদ্ধার করার হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য আনুমানিক ৩ লাখ টাকা।

আটক তাসলিমা বেগমের স্বামীর নাম হামিদ হোসেন, সাং মুছনী রোহিঙ্গা ক্যাম্প, টেকনাফ,কক্সবাজার। সে মায়ানমারের নাগরিক। তার কাছ থেকে UNHCR 54154 (শরণার্থী) কার্ড পাওয়া যায়। তার তিন বছর বয়সী একটি শিশুপুত্র রয়েছে।
নারীর বিরুদ্ধে মাদকদ্রব্যর আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।