অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

কুমিল্লায় বাস খাদে পড়ে নিহত ৭

1
ফাইল ছবি।

কুমিল্লার চান্দিনায় তিশা পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশুসহ ৭ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে চান্দিনার নূরীতলার গোবিন্দপুর নামক স্থানে কোম্পানিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী তিশা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ঘটনা স্থলেই ৫ জনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্তায় থাকা আরও ২ জনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম জানান, তিশা পরিবহনের যাত্রীবাহী বাসটি নোয়াখালীর কোম্পানিগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। চান্দিনার নুরীতলা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে।

আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও জানান এএসপি।

১ টি মন্তব্য
  1. M Kamal Uddin বলেছেন

    আল্লাহ সবাইকে রক্ষা করুন।