অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিউমুরিং এর বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৬

1
বিস্ফোরণের পর ভবনটির ক্ষতিগ্রস্থ সেই কক্ষ।

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার পিছনের নিউমুরিং এলাকায় একটি বহুতল ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫/৬ জন নারী-পুরুষ আহত হয়েছে।

আহতদের মধ্যে ৪ জনের নাম জানাগেছে, তারা হলেন- ভবনের কেয়ারটেকার সেন্টু (৩৫), ভাড়াটিয়া ভোলা চরফ্যাশন এলাকার  রিয়াজ (৩৫), সিলেটের বাসিন্দা মোহাম্মদ ফরিদ (৩০) ও মুক্তা (২২)।

আজ শনিবার রাত পৌনে ৯টার দিকে নিউমুরিং বোবা কলোনীর জনৈক জসিমের মালিকানাধীন ৭ তলা ভবনের নীচতলায় স্টোর রুমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানান, ভবনের মালিক জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আরমান।

.

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেছেন। তিনি জানান, লাইনের গ্যাসের সমস্যার কারণে বাসিন্দারা প্রয়োজনে সিলিন্ডার ব্যবহার করেন। ওই স্টোর রুমে বেশ কয়েকটি খালি সিলিন্ডারের সাথে একটি গ্যাসভর্তি সিলিন্ডার ছিল। সেটি কোন কারণে বিস্ফোরণ ঘটেছে।

আহতদের মধ্যে ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানায় চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম।