অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে মাইক্রোবাস- মিনিবাসের সংঘর্ষে নারী নিহত, আহত ৬

0

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

জেলার সীতাকুণ্ড মাইক্রোবাস- মিনিবাসের সংঘর্ষে নূরজাহান বেগম (৬০) নামে একবৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। আহতরা সকলেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আজ শনিবার(৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ফৌজদারহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত বৃদ্ধা ফেনী জেলার দাগনভূইয়া মারিসপুর এলাকার নূরুল হকের স্ত্রী।

এ বিষয়ে জানতে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সার্জেন মো.নজরুল ইসলামকে মুটোফোনে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ না হওয়ায় আহতের নাম-পরিচয় এবং উনার বক্তব্য জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এস.আই. মো.জহিরুল ইসলাম জানান, ‘ফেনী থেকে চট্টগ্রামমুখি একটি মাইক্রো হাইচ আত্মীয়ের বিয়েতে যোগ দেওয়ার জন্য চট্টগ্রাম আসছিলেন। উপজেলার ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির বিপরীতে পেট্রোল পাম্পে গ্যাস নিয়ে চট্টগ্রাম শহরের দিকে রওনা দেওয়ার প্রাক্কালে একই দিক থেকে আসা মিনিবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রো বাসের ৭ যাত্রী গুরুত্বর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তাররা নুর জাহানকে মৃত ঘোষণা করেন এবং আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।