অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে মিক্সার মেশিনে আটকা পড়ে শ্রমিক নিহত

3

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

.

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়কের নির্মাণ সামগ্রী তৈরির সময় দুর্ঘটনায় নিহত হয়েছে এক শ্রমিক। আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে এই দুর্ঘটনা ঘটেছে। উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকায় ইকোনোমিক জোনের প্রধান সড়ক নির্মাণ কাজে নিয়োজিত ছিল ওই শ্রমিক। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ সুমন (৩২)। তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়।

সে সড়ক নির্মাণ সামগ্রী তৈরির মিনি মিক্স প্ল্যান্ট মেশিনে কাজ করার সময় তাতে ক্রুটি দেখা দিলে তা চালু অবস্থায় মেরামত করার চেষ্টা করতে গেলে মেশিনে আটকা পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত সুমন ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এ.আর.কে কোম্পানীর নিয়মিত শ্রমিক হিসেবে নিয়োজিত ছিল দীর্ঘদিন যাবত।

ইকোনোমিক জোন এলাকা পুলিশ ক্যাম্পের ইনচার্জ সানোয়ার খাঁন সড়কের নির্মাণ সামগ্রী তৈরির সময় এক শ্রমিক নিহত হওয়ার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এ্যাম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ মন্তব্য
  1. Hamed Billah বলেছেন

    o allah

  2. Md Najim Nur বলেছেন

    আমিন

  3. Bahar Uddin বলেছেন

    খুবই দুঃখজনক।