অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

১৫ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে জেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

0
.

মহাসপ্তমীর তিথিতে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলা শাখার ৬টি পরিদর্শন টীম জেলার আওতাধীণ ১৫টি উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপে পূজা চলাকালীন সময়ে শান্তি-শৃংখলা পর্যবেক্ষণ, পূজার্থী ও স্থানীয় প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনীর সাথে মতবিনিময় করেছেন।

জেলা কমিটির সহসভাপতি বিপুল কান্তি দত্তের নেতৃত্বে মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ উপজেলার প্রধান প্রধান পূজা মন্ডপ পরিদর্শন করেন।

এসময় জেলা পূজা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক উত্তম শর্মা, সীতাকুণ্ড উপজেলা পূজা পরিষদের সভাপতি বিমল চন্দ্র নাথ, সন্দীপ উপজেলার সভাপতি চন্দন কুমার মজুমদার উপস্থিত ছিলেন। সহ-সভাপতি বিজয় কৃষ্ণ বৈষ্ণবের নেতৃত্বে যুগ্ন সাধারণ সম্পাদক অলক মহাজনসহ হাটহাজারী ফটিকছড়ি, ভুজপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পুজা মন্ডপ পরিদর্শন ও পুজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী পুজা পরিষদের সভাপতি মাস্টার পরিমল কান্তি দে, সাধারণ সম্পাদক রিমন মুহুরী, ফটিকছড়ি পুজা পরিষদের সভাপতি রতন কান্তি চৌধুরী, ভুজপুর পুজা পরিষদের সভাপতি বাবুল কান্তি দে প্রমূখ।

জেলা পুজা পরিষদের সিনিয়র সহসভাপতি এডভোকেট নিতাই প্রসাদ ঘোষের নেতৃত্বে যুগ্ন সম্পাদক বিশ্বজিৎ পালিত, রাউজান উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রিয়তোষ চৌধুরী, সাধারণ সম্পাদক সুমন দে, দক্ষিণ রাউজান পূজা পরিষদের সভাপতি প্রকাশ শীল ও সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্ত্তী, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি এডভোকেট পংকজ চৌধুরীসহ রাউজান ও রাঙ্গুনিয়া উপজেলার প্রধান প্রধান পূজা মন্ডপ পরিদর্শন করেন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি শারদীয় শুভেচ্ছা জানান।

এদিকে, জেলা পুজা পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেবের নেতৃত্বে আনোয়ারা উপজেলার আহবায়ক দোলন মজুমদার, জেলা পূজা পরিষদের সাগর মিত্র, হরিপদ চৌধুরী বাবুল, বাঁশখালী উপজেলার সভাপতি প্রদীপ গুহ, চন্দনাইশ উপজেলার সভাপতি উৎপল রক্ষিতসহ এক পরিদর্শন টীম আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।

সাংগঠনিক সম্পাদক কল্লোল সেনের নেতৃত্বে বোয়ালখালী, পটিয়া ও কর্ণফূলী উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পুজা পরিষদের অনুপ রক্ষিত, বোয়ালখালী উপজেলা পূজা পরিষদের সভাপতি অজিত বিশ্বাস, পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক রুপক শীল, কর্ণফূলী উপজেলার সভাপতি দেবরাজ শীল প্রমূখ উপস্থিত ছিলেন।

জেলা পূজা পরিষদের সহসভাপতি নিবাস দাশ সাগরের নেতৃত্বে অপর একটি টীম লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় লোহাগাড়া পূজা পরিষদের সভাপতি রতন কান্তি দাশ ও সাতকানিয়া উপজেলার সভাপতি রাজীব দাশ উপস্থিত ছিলেন।

মহাঅষ্টমীতিথিতে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিতের নেতৃত্বে সিইউজের সহসভাপতি সাংবাদিক নিরুপম দাশগুপ্তসহ নগরীর বিভিন্ন পূজা মন্ডপ, হাটহাজারী এবং রাউজানের গুরুত্বপূর্ণ পূজা মন্ডপ পরিদর্শন করবেন। জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেবের নেতৃত্বে অপর একটি টীম বোয়ালখালী, পটিয়া, সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করবেন।-প্রেসবিজ্ঞপ্তি