অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চবিতে আড়াই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার, হল সীলগালা

8

চবি প্রতিনিধিঃ

.

ছাত্রলীগ নিয়ন্ত্রিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল থেকে পরিত্যক্তবস্থায় আড়াই বস্তা দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত হাটহাজারী থানার সহযোগিতায় চবি প্রশাসনের পক্ষ থেকে শহীদ আব্দুর রব হলের বিভিন্ন কক্ষে তল্লাশী কালে এসব অস্ত্র পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উদ্ধার করা দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে রামদা ৩০টি, লোহার রড ও পাইপ ৩০টি, দেড় বস্তা পাথর। এছাড়া তল্লাশীকালে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা।

এদিকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের পর কর্তৃপক্ষ আব্দুর রব হলের ২৪৪ নং সহ কয়েকটি কক্ষ সিলগালা করে দিয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, দুপুরে আব্দুর রব হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় এবং কয়েকটি কক্ষে সিলগালা করা হয়। নিয়মিত তল্ৈরঅমীর অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। তিনি হানন, অভিযনকালে হলের ভীতরে মেয়াদত্তীর্ণ ১২ থেকে ১৫টি আইডি কার্ড পাওয়া গেছে। যাদের আইডি কার্ড পাওয়া গেছে তাদের ব্যাপারে আমরা ব্যবস্থা নেয়া হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

৮ মন্তব্য
  1. Akbar Hossen বলেছেন

    wow!!!

  2. Harunar Rashid বলেছেন

    কোনো ইসলামী বুক পাওয়া যায়নি?????

  3. Kawsar Alam Bhuiyan বলেছেন

    ক্যারে ! এখনতো চিবির নাই !!

  4. Enam Hider বলেছেন

    এখন তো জামাত বিএনপি নেই তাহলে এটা কাদের কাজ

    1. M.a. Kader বলেছেন

      দাদু, অনুপ্রবেশ….!

  5. Saiful Islam বলেছেন

    ঐ হলে যারা থাকতো তাদের সপ্ন ছিল বড় হয়ে তারা কাচা বাজারে কিংবা বিভিন্ন পাড়া মহল্লায় গরু, মহিষ, খাশি ইত্যাদির দোকান দেবে। তাই এসব দা-ছুরি আগে থেকে যোগাড় করে রাখছে, এতে অসুবিধা কি আছে বুঝলামনা!!!

  6. Md Ashraf Uddin Bhuyan বলেছেন

    অামরা কখন সুন্দর জাতী পাব।হে আল্লাহ সবাই কে হেদায়েত দান কর।

  7. S M Karim Uddin বলেছেন

    চেতনার লালন পালন এ বাধা দিচ্ছে প্রশাসন