অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইউনিবিল্ডে

0
.

মিয়ানমায় জাতিগত দাঙ্গার শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনিবিল্ডে কো-অপারেটিভ সোসাইটি।

শনিবারে দিনভর কক্সবাজারের উখিয়া বিভিন্ন আশ্রয় কেন্দ্রে রোহিঙ্গা নারী, পুরুষ, শিশুদের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন-ইউনিবিল্ডে কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান জসিম উদ্দীন কবির, সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, সাবেক এমডি আহমদ কবির দুলাল, চুনতী মাদ্রাসার শিক্ষক কারী সাহেব, শাহজান চৌধুরী, সাইফুদ্দীন খালেদ, আবদুল গফুর ও নাজিম উদ্দিন আহমেদ।

তারা রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়ার দাবী করেন। এবং সে লক্ষ্যে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহবান জানান।