অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

স্থল মাইন বিস্ফোরণে আহত ২ জনসহ ৫ রোহিঙ্গা চমেকে ভর্তি

0
.

মিয়ানমার থেকে পালিয়ে আসা আহত আরো ৫ রোহিঙ্গা শরণার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে সীমান্তে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে ২ জন, সড়ক দুর্ঘটনায় আহত একজন, এবং হামে আক্রান্ত এক শিশুসহ অসুস্থ্য ২জন রয়েছেন। রবিবার রাতে তাদের ৫ জনকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবিরে মেডিসিন হাসপাতাল থেকে আনা হয়েছে।

ভর্তি হওয়া এই পাঁচজন হলেন- স্থল মাইন বিস্ফোরণে মোহাম্মদ হাসান (২৫), ইউসুফ নবী (২৮), অসুস্থ্য নূর হোসেন (৯), সড়ক দুর্ঘটনায় আহত মোহাম্মদ মামুন (২৫) এবং হামে আক্রান্ত ৪০ দিন বয়সী সোহানা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহির এ খবর জানান।

জানাগেছে, মিয়ানমারে সেনা ক্যাম্পে হামলার জেরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ১৮ দিনে মোট ৯৫ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি হয়েছে। এর মধ্যে ২৬ অগাস্ট একজন ও ৩০ অগাস্ট একজন মারা যান।