অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নিহত ছাত্রদল নেতা নূরুর পরিবারকে ৫ লাখ টাকা দিলেন মাহমুদুর রহমান

1
.

চট্টগ্রামে দুবৃর্ত্তদের হাতে নিহত কেন্দ্রিয় ছাত্রদল নেতা নুরুল আলম নুরুর পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিলেন দৈনিক আমার দেশ পত্রিকার মজলুম সম্পাদক মাহমুদুর রহমান।

আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মাহমুদুর রহমানের পক্ষে নুরুর অসহায় স্ত্রীর হাতে টাকা তুলে দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন ও কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সহ সম্পাদক কাদের গণি চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আর ইউ চৌধুরী শাহিন, মহানগর বিএনপি নেতা মোজাম্মেল হক হাসান ও ফটিকছড়ি বিএনপি নেতা হাবিবুল হক রতন।

প্রসঙ্গতঃ গত ২৮ মার্চ রাতে ছাত্রদলের এই কেন্দ্রীয় নেতাকে চট্টগ্রামের চন্দনপুরার বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রথমে গুম ও পরে রাউজান নিয়ে হাত -পা বেঁধে অমানবিক নির্যাতন ও গুলি করে তাকে হত্যার পর কর্ণফুলী নদী তীরে লাশ ফেলে দেয়।

২৯ মার্চ তার লাশ পাওয়া যায় রাউজানের খেলার ঘাট কর্ণফুলী নদীর পাড়ে।

৫ লাখ টাকার চেক হস্তান্তর কালে ডাঃ শাহাদাত হোসেন বলেন, গুম খুনের সাথে জড়িতদের ছাড় দেয়া হবে না। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীদের গুম-খুনের সঙ্গে র‌্যাব-পুলিশ ও ক্ষমতাসীন দলের ক্যাডাররা জড়িত।

এই গুম-খুনে জড়িতদের কোনো দিন ক্ষমা করা হবে না। এই হত্যাকারীদের বিচার এদেশের আদালতে অবশ্যই একদিন হবে। আজ যে সমস্ত বিচার বহির্ভুত খুন, গুম হচ্ছে এর দায় এ সরকার এড়াতে পারে না। হত্যা খুন গুমের বিরুদ্ধে জনমত গঠন করে এর বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলকে রুখে দাঁড়াতে হবে। শেখ হাসিনা আজ ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করে ঠিকে থাকার জন্য বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা, খুন, গুমের পথ বেঁচে নিয়েছে।

তিনি বলেন, আজ যাদেরকে খুন গুম করা হয়েছে তারা এদেশের সন্তান, তারা দেশপ্রেমিক। এদেশের গণতন্ত্র ভোট ভাতের অধিকার শেখ হাসিনার হাত থেকে রক্ষা করার জন্য আজ যারা শেখ হাসিনার র‌্যাব পুলিশে হাতে খুন গুম হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদেরকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাদের শোককে শক্তিতে পরিণত করে আগামী দিনের দেশ রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তিনি আহ্বান জানান।

১ টি মন্তব্য
  1. Syed Tofiqul Islam বলেছেন

    marhaba.