অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফটিকছড়িতে চেক প্রতারণা মামলায় কথিত সাংবাদিক গ্রেফতার!

0
.

২০ লাখ টাকার চেক প্রতারনা মামলায় চট্টগ্রামের ফটিকছড়ির মোহাম্মদ কামাল উদ্দিন নামে এক ভূয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯ টায় উপজেলার ভূজপুর থানাধীন হেয়াকোঁ বাংলা পাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আবুল মিয়া মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, স্থানীয় হেয়াকোঁ এলাকার ব্যবসায়ী আবদুল মালেক কথিত সাংবাদিক কামালের বিরুদ্ধে ২০ লাখ টাকার চেক প্রতারনার মামলা দায়ের করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবি এড. এমরান নাঈম জানান, ২০১৬ সালে দায়ের হওয়া মামলায় গত ২৯ আগস্ট অতিরিক্ত জেলা ও দায়রা জজ সিরাজ দৌলা কুতুবী আসামী কামালকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চেকের সম পরিমাণ ২০ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।

স্থানীয় সুত্র জানায়, কামাল নিজেকে একটি রেজিস্ট্রশন বিহীন মাসিক পত্রিকার স্বঘোষিত সম্পাদক দাবী করে এলাকায় বনভূমি জবর দখলসহ নানা অপকর্ম করে আসছিল। এর আগে একটি বন মামলা, আনোয়ারা বেগম নামে এক মহিলার উপর হামলার মামলায় গ্রেফতার হয়েছিল কামাল।

স্থানীয় সরকারী দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ মদদে কামাল এসব অপকর্ম করছিল বলে জানান ভুক্তভূগীরা।