অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাউজানে পুকুর থেকে দুই ভাই-বোনের লাশ উদ্ধার

0
.

চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে দুই ভাইবোনের মৃত্যু ঘটেছে। শুক্রবার রাতে  পুকুরে জাল ফেলে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে শুক্রবার দুপুরে তারা নিজ বাড়ীর পুকুরে ডুবে নিখোঁজ হয়।

নিহত দুজন হলো- উপজেলার পাহাড়তলী ইউনিয়নে খৈয়াখালী গ্রামের মফিজুর রহমানের কন্যা আকলিমা আকতার (৭) এবং পুত্র আবদুর রহমান (৫)। মফিজুর রহমানের এই পরিবারটি মাওলানা গোলাম শরীফের বাড়িতে দীর্ঘ ২২ বছর ধরে ভাড়া আছেন।

নিহত দুইজনই স্থানীয় দেওয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের যথাক্রমে ৩য় ও প্রথম শ্রেণীর ছাত্র-ছাত্রী বলে জানাগেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মধুসূদন নাথ জানান, পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যুর ঘটনা স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। শুক্রবার দুপুর থেকে দুই ভাই-বোন নিখোঁজ হওয়ার পর শনিবার ভোরে তাদের লাশ বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভেসে উঠে। পরে তাদের লাশ উদ্ধার করে স্থানীয়রা।

পাহাড়তলী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রোকন উদ্দিন জানান, গতকাল দুপুরে দুই ভাইবোনের নিখোঁজ হওয়ার খবর মাইকে প্রচার করা হয়। পরে রাত ১২টায় বাড়ির সামনের পুকুরে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ওই দুই ভাইবোনের লাশ পাওয়া যায়। পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে এলাকাবাসী ধারণা করছেন।

দুই ভাই বোনের পুকুরে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুদের মা বাবার কান্নায় এলাকার পরিবেশ ভারি হয়ে উঠেছে।

উল্লেখ্য গত ৬ মাসে এ উপজেলায়র বিভিন্ন গ্রামে পানিতে ডুবে অন্তত ৪০ জন শিশু কিশোর মারা যায় বলে স্থানীয় প্রশাসন সুত্রে জানাগেছে।

*রাউজানে পানিতে ডুবে ৩৮ শিশুর মৃত্যুর পর প্রশাসনের বোধয়!