অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বন্দরে গ্রেফতার ৩ কর্মচারীকে কারাগারে পাঠিয়েছে আদালত

0
.

চট্টগ্রাম বন্দরে দুদকের হাতে আটক ৩ কর্মচারীকে কারাগরে পাঠিয়েছে আদালত। আজ বুধবার বিকালে তাদের চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক)র পিপি কাজী ছানোয়ার হোসেন লাবলু জানান, অর্থ আত্মসাতের অভিযোগে হালিশহর থানায় দায়ের হওয়া মামলায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, বেলা সাড়ে ১১ টার দিকে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে তাদের আটক করেন ।

দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সূত্রধর জানান, চট্টগ্রাম বন্দর থেকে ১৪টি কন্টেইনার ভর্তি ৪০৪ মেট্রিকটন ক্রোড গ্লিসারিনের নিলামের ৭০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছে অভিযুক্তরা।

জানাগেছে, জাল নথি তৈরি করে ২০১৫ সালের ২০ থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে তা পাচার করা হয়। এ ঘটনায় আজ বুধবার সকালে হালিশহর থানায় একটি মামলা দায়ের করার পর দুপুরে চট্টগ্রাম বন্দরে কর্মরতবস্থায় ৩ জকে আটক করা হয়েছে।

*চট্টগ্রাম বন্দরের ৩ কর্মচারীকে আটক করেছে দুদক