অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রাম বিমানবন্দরে ৮০ লাখ টাকার স্বর্ণের বার আটক

0
.

চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ১৪টি স্বর্ণের বার সহ এক ব্যাক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। উদ্ধার করা স্বর্ণের পরিমাণ  প্রায় ১ কেজি ৬২৪ গ্রাম। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা  কর্মকর্তারা জানান।

আজ রবিবার সকালে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে করে আবুল মনসুর (৪২) এই পেটের ভীতরে করে এসব স্বর্ণ নিয়ে আসে।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নূরুল হদা আজাদ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে দুবাই থেকেব আগত বিমান যাত্রী আবুল মনসুর গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার গতিবিধি সন্দেহ হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার পেটের ভীতরে (রেক্টামে) স্বর্ণ এনেছে। পরে তাকে বিশেষ কৌশলে পেটের ভেতর থেকে স্বর্ণের ১৪টি বার বের করে আনা হয়। তার বাড়ী চট্টগ্রামের ফটিকছড়ি এলাকায়।

উদ্ধার করা স্বর্ণের বারগুলো প্রতিটি ১০ তোলা করে যার ওজন ১ কেজি ৬২৪ গ্রাম। আটক ব্যাক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।