অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

শাহজালালে ৪৫০কার্টন নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ

0
.

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিত্যক্তবস্থায় ৪৫০ কার্টনে ৯০ হাজার শলাকা বিদেশি সিগারেট আটক করেছে
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

আজ বুধবার দুপুরে এ অভিযান চালানো হয় বলে জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

 শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা জানান, দুবাই থেকে শ্রীলঙ্কা হয়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের UL189 ফ্লাইটটি আনুমানিক দুপুর ১১:৪৫ টায় অবতরণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারী বজায় রাখে। ২নং ব্যাগেজ বেল্ট এলাকায় তীক্ষ্ণ নজরদারি থাকায় যাত্রী মালামাল সংগ্রহ না করে কৌশলে গ্রীন চ্যানেলের ত্যাগ করে চলে যায়,পরে অন্যান্য যাত্রীরা তাদের মালামাল সংগ্রহ করে চলে গেলে পরিত্যক্ত অবস্থায় তিনটি লাগেজ উদ্ধার করে এবং পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তিনটি লাগেজ খুলে ৯০হাজার শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশী সিগারেট উদ্ধার করে আটক করা হয়। আটককৃত সিগারেট ৪৫০ টি কার্টনে পাওয়া যায় যা ইউএসএর ৩০৩ ব্র্যান্ডের।

শুল্ক গোয়েন্দাদের চোঁখ ফাকি দিতেই যাত্রী দুবাই থেকে সরাসরি ফ্লাইটে না এসে শ্রীলঙ্কা হয়ে এসেছে বলে জানান কর্মকর্তা।

আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতিত বিদেশি সিগারেট আমদানি করা যায়না। সিগারেটের উপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০%) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান তারা।

জব্দ করা পণ্যের শুল্ক করসহ আনুমানিক মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।