অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামের ১৫টি আসনে যোগ্যপ্রার্থী মনোনয়ন দেওয়া হবে- এরশাদ

2
বিমান বন্দরে এরশাদ।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আগামী নির্বাচনে সম্মিলিত জাতীয় জোটের নেতৃত্বে আমরা ৩০০ আসনে প্রার্থী দেবো। চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে যাচাই বাছাই করে যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

তিনি আজ মঙ্গলবার দুপুরেে এক দিনের ব্যক্তিগত সফর শেষে চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে শাহ আমানত বিমান বন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথা বলেন।

এরশাদ বলেন- চালের বাজারে চলছে এখন চরম নৈরাজ্য। সরকার চাল আমদানি করেও মূল্য কমাতে পারছে না অসাধু সিন্ডিকেটের কারণে। 

তিনি বলেন, প্রতিদিন সংবাদপত্র জুড়ে ধর্ষণ, হত্যা, গুম ও রাজনৈতিক অস্থিরতার সংবাদ। সভ্য জাতি হিসেবে এসব দেখে আমদের বড় অসহায় মনে হয়। বাংলার নারী সমাজ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে বাইরে কোথাও তারা সুরক্ষিত নয় এখন। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পানিসম্পদমন্ত্রী ব্যারিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ প্রমুখ।

২ মন্তব্য
  1. Ismail Hossain বলেছেন

    জনগণ এই দলীয় লোক কে পছন্দ করে না

  2. Md Shabuddin বলেছেন

    ১৫আসনে দেবে ভাল কথা ১আসনে হতে পরবে নাকি