অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি

1
ভোর রাতে স্থানীয় একজনের মোবাইলে তোলা অগ্নিকাণ্ডে ছবি।

দেশের বড় পাইকারী বাজার চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে তিনটি রাইস মিল, তিনটি ময়দার মিল, ৯টি চালের গুদাম। এতে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আজ রবিবার ভোর রাত পৌনে ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হতে পারে।

.

ঘটনার ক্ষয়ক্ষতি এবং কারণ নির্ণয়ে ফায়ার সার্ভিস ৩ সদস্যের একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে জানান, ৭ ঘন্টা ব্যাপী অগ্নিকান্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান, রাইস মিলস, চালের আড়ত গ্যাসের দোকান, বিভিন্ন তেলর দোকানসহ অন্তত ১০টি প্রতিষ্ঠান পুড়ে গেছে।

নগরীর আগ্রাবদ, নন্দন কানন, বাকলিয়া ফায়ার ষ্টেশনের ৪টি ইউনিটের ১২টি গাড়ি ৭ ঘন্টা চেষ্টার পর সাড়ে ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেছে।

চট্টগ্রাম আগ্রাবাদ  অপারেটর বিশান্তর বড়ুয়া বলেন, এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণ করা যায়নি। তবে বিপুল পরিমাণ ক্ষতির আশংকা রয়েছে।

ক্ষতিগ্রস্থ স্থানীয় ব্যবসায়ীদের দাবী বিদ্যুতে খুটি থেকে সট সার্কিট হয়ে আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর আলম সওদাগরের মদিনা রাইচ মিলস. আলী আকবর সওদাগরের নিউ আজমীর রাইচ মিলস,সোহেল খানের জিলানী রাইচ মিলস, হাজী সেলিমের সততা ষ্টোর, সুফিয়ান সওদাগরের শাহনুর ষ্টোর , হাজী বি.জামান ব্রাদার্স, মোহাম্মদ মিয়া সওদাগরের মোহাম্মদীয়া ট্রেডিং, হারুনুর রসিদ সওদাগরের হারুন এন্ড ব্রাদার্স নামের চাউলের  আড়ত ও নুরুল ইসলাম সওদাগর এর নুর ষ্টোর, আবদুল মোমিন সওদাগরের এন,কে ষ্টোর, হাজী মোহাম্মদ সেলিমের আরাফাত ট্রেডার্স নামে তিন পাইকারী মুদিরদোকানসহ প্রায় ১৬ টি ব্যবসায়ী প্রতিষ্ঠান আগুনে সম্পূর্ণ পুড়ে যায়।

.

শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় বিপুল পরিমান নগদ টাকা, প্রায় ১৫ হাজার বস্তা চ্উাল সহ অন্যান্য পণ্য সামগ্রীর বিশাল ক্ষয় ক্ষতি হয়। তাদের দাবী- ভয়াবহ এ অগ্নিকান্ডে তাদের ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে।

আগুন নেভাতে গিয়ে কয়েকজন আহত হন। এদের মধ্যে মুসলিম উদ্দিন (৪৫) নামে দোকান কর্মচারী গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম জানান, আগুনে নগদ টাকা ও চাল পুড়ে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।

সাবেক কাউন্সিলর জামাল হোসেন বলেন, ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নিলে বিপুল ক্ষতির হাত থেকে রক্ষা পেত ব্যবসায়ীরা। তিনি বলেন, আগুন লাগার পর স্থানীয় ফায়ার সার্ভিসের গাড়ী এসে পানির চালু করতে না পাড়ার এই বিশাল ক্ষতি সাধিত হয়।

১ টি মন্তব্য
  1. Syed Tofiqul Islam বলেছেন

    Allahhuakbar