অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রিমাণ্ড শেষে রবিনকে কারাগারে প্রেরণ: জিজ্ঞাসাবাদে কিছুই পায়নি পুলিশ

0
MITU MURDER-
নিহত মাহমুদা খানম মিতু ও সন্দেহভাজন খুনি রবিন। ফাইল ছবি

চট্টগ্রামে পুলিশ স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ঘটনায়  সন্দেহেভাজন গ্রেফতার শাহ জামান ওরফে রবিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ৭দিনের রিমাণ্ড শেষে রবিবার বিকালে তাকে আদালতে হাজির করা হলে চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টচার্য বলেন,সাতদিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে রবিন থেকে এ হত্যাকাণ্ড ব্যাপারে কোন তথ্য পাওয়া যায়নি।

তাছাড়া হত্যাকাণ্ডের পর ভিডিও ফুটেজে যে যুবককে দেখা গেছে সে এই রবিন কিনা তাও নিশ্চিত হতে পারিনি।

উল্লেখ্য চলতি মাসের ৫ জুন নগরীর জিইসি’র ওআর নিজাম রোড়ে মোটর সাইকেলে আসা ৩ দুস্কৃতকারীর হামলা এবং গুলিতে প্রাণ হারান আলোচিত পুলিশ সুপার বাবুল আক্তারে সহধর্মীনি মাহমুদা খানম মিতু।

হত্যাকাণ্ডে ১৫ দিন অতিবাহিত হলেও পুলিশ এ হত্যাকাণ্ডের কোন কূলকিনারা করতে পারেনি। ধরা পড়েনি খুনি।