অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বোয়ালখালীতে নিখোঁজের ১০দিন পর মতিউরের লাশ উদ্ধার

0
.

বোয়ালখালী  (চট্টগ্রাম) প্রতিনিধি:
জেলার বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ে নিখোঁজের ১০ দিনপর মিলেছে মতিউরের লাশ। আজ মঙ্গলবার (১ আগষ্ট) সকালে স্থানীয়রা পাহাড়ে কাজের যাওয়া পথে জঙ্গল কড়লডেঙ্গা এলাকায় এ লাশ দেখতে পান।

মো.মতিউর রহমান উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়নের দক্ষিণ কড়লডেঙ্গা চম্পা তালুকদার পাড়ার ইউছুপ নবীর ছেলে।

খালের পানি সরিয়ে মাটি খুঁড়ে তোলা হচ্ছে মতিউরের লাশ।

স্থানীয়রা জানান, জঙ্গল কড়লডেঙ্গা এলাকায় ভান্ডালজুড়ি খালের অল্প পানিতে ভেসে ছিল একটি হাত দেখতে পান। তবে লাশটির পুরো শরীর বালুর মধ্যে তলিয়ে ছিল। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করেন বলে জানা গেছে।

নিখোঁজ মতিউর রহমানের চাচাত ভাই মাওলানা নুরুল ইসলাম রহিমী জানান, আমার ভাই নিখোঁজের ১০দিন পর খোঁজ পাওয়া গেল।

প্রসঙ্গত গত ২৩ জুলাই রবিবার সকালে নিজস্ব লেবু বাগানে কাজ করতে গিয়ে পাহাড়ি ঢলে মো. মতিউর রহমান (৩২) নামের একব্যক্তি নিখোঁজ হন। ওইদিন সন্ধ্যায় মতিউর ফিরে না আসায় পরদিন সোমবার থেকে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালান।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, মতিউর রহমান নামে নিখোঁজ হওয়া এক ব্যাক্তির লাশের সন্ধান পাওয়া গেছে। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।