অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে অপহরণের পর হত্যা, ৩ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড

0
.

চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও এলাকা থেকে এক যুবককে অপহরণের পর খুনের দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরোও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত এ রায় দেন। যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন- নিজাম উদ্দিন, মোজাম্মেল হোসেন ও দিদারুল আলম।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর পিপি আবু জাফর বলেন, ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় ঘোষণা করেন। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরোও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন। রায় দেয়ার সময় তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১০ এপ্রিল পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রাম নগরীর চাঁন্দগাও থানাধীন খাজা রোড এলাকা থেকে আবু বকর নামের এক যুবককে অপহরণ করে আসামিরা। ঘটনার দুইদিন পর পুলিশ ওই এলাকার একটি পুকুর থেকে অপহৃত আবু বকরের মরদেহ উদ্ধার করে। এঘটনায় আবুল বকরের বাবা আবুল হাশেম বাদি হয়ে চাঁন্দগাও থানায় একটি হত্যা মামলা করেন।