চট্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে আটক ১৮১

চট্টগ্রামে পুলিশের চলমান বিশেষ অভিযানে মহানগরী ও জেলার পৃথক অভিযানে ২৪ ঘন্টায় ১৮১ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৬৬ জন এবং জেলার ১৬ থানায় ১১৫ আটক হয়েছে।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ৬টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্তএ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ২ হাজার ৩০৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা, ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
এদিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার(বিশেষ শাখা) রেজাউল মাসুদ জানান, রাতভর অভিযান পরিচালনা করে বিভিন্ন উপজেলা থেকে পরোয়ানাভুক্ত ৯৬ ও নিয়মিত মামলার ১২ আসামিসহ মোট ১১৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৩ লিটার চোলাই মদ, ১ হাজার ২৩৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।