অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ৬০ হাজার টাকা জরিমানা

0
.

মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম ফিশারীঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠান ও এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, মোবাই কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে মোঃ ফারুককে দশ হাজার টাকা ও দক্ষিণ পতেঙ্গায় হালদা ফিশারীতে মৎস্য হ্যাচারী আইন-২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে হ্যাচারী বিধিমালা ভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।