অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে অস্ত্র ব্যবসায়ী ল্যাংড়া কালাম নিহত

3
.

চট্টগ্রাম মহানগরীর পলোগ্রাউন্ড এলাকায় র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে ফেনীর সোনাগাজী থানার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত অস্ত্র ব্যবসায়ি আবুল কালাম ওরফে ল্যাংড়া কালামের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর রাতে সাড়ে ৩টার দিকে এ ক্রসফায়াাররের ঘটনা ঘটেছে বলে র‌্যাব জানায়।

র‌্যাব-৭ এর সিনিয়র এসপি মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ল্যাংড়া কালাম বাহিনীর সাথে বন্দুক যুদ্ধের পর ঘটনাস্থল থেকে র‌্যাব একটি এক- ২২ অটোমেটিক রাইফেল, সেভেন পয়েন্ট ৬৬ এম এম বিদেশী পিস্তল ও ১৫ রাউণ্ড গুলি উদ্ধার করেছে।

এদিকে র‌্যাব-৭ এর পাঠানো এক ক্ষুদ্র বার্তায় বলা হয়, পলোগ্রাউন্ড এলাকায় একটি সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী গ্রুপের সাথে র‌্যাবের টহল হলের গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পরে জানাগেছে নিহত ব্যাক্তি স্বরাষ্ট্রমন্ত্রণলয়ের তালিকাভূক্ত  ফেনীর সোনাগাজীর কুখ্যাত জলদস্যূ কালাম বাহিনীর প্রধান ল্যাংড়া কালাম। তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

৩ মন্তব্য
  1. Ahmed Mostaque বলেছেন

    হেতে কি লেংটা থাকে??

    1. Saiful Islam Shilpi বলেছেন

      লেংটা না, ল্যাংড়া মানে লেংগা।

  2. MD Sukkur বলেছেন

    শিলফি ভাই আপনার রাএে লেখাটা টিক করেন