অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সিআরবিতে কার চালককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

0
সিআরবি’র বাউবির পিছনের এই এলাকায় মনিরকে পিটিয়ে হত্যা করা হয়। ছবি- গুগল স্ট্রিট ভিউ।

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার সিআরবি বিদ্যুতের লাইন সংযোগ নিয়ে বিরোধের জের ধরে মনির হোসেন (৪৫) নামে এক গাড়ী চালক হত্যা করা হয়েছে।

আজ সোমবার (১০ জুলাই) ভোর ৪টার দিকে পুলিশ সিআরবি’র উম্মুক্ত বিশ্বদ্যিালয়ের ক্যাম্পাসের পেছন থেকে মরদেহটি উদ্ধার করেছে।

নিহত মনির একজন প্রাইভেট কার চালক। তার বাড়ী লক্ষীপুর জেলায় পিতার নাম শামসুল ইসলাম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন হত্যার বিষয়টি নিশ্চিত করে পাঠক ডট নিউজকে বলেন, ঘটনাস্থলে আমাদের একটি টিম গেছে। এ ঘটনায় শফিক নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। শফিক বলেছে, সিআরবি বস্তি এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে মনিরের সাথে দ্বন্ধ হয়। এনিয়ে গতকাল সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে। এর জের ধরে রাতে কয়েকজন মিলে মনিরকে পিটিয়ে হত্যা করা হয়।

ঘটনাস্থল থেকে এসআই এনামুল জানান, রবিবার দিবাগত রাতে মাদক নিয়ে স্থানীয় দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছে মনিরকে বা কারা ভারী বস্তু দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা এ খুনের ব্যাপারে তদন্ত করে দেখছি।

নিহত মনিরের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।