অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

রাজধানীতে গুলিবিদ্ধ হয়ে স্ত্রীসহ এসআই’র মৃত্যু

0
.

রাজধানীর মিরপুরের রূপনগরে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) ও তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। নিহত এসআই’র নাম আব্দুস সাত্তার। তিনি ডিএমপির বাড্ডা থানায় কর্মরত ছিলেন। তার স্ত্রীর নাম সোমা।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যার দিকে নিজ বাড়িতে আব্দুস সাত্তার ও তার স্ত্রীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছেন রুপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সৈ‌য়দ শহ‌িদ আলম।

তিনি জানিয়েছেন, রুপনগরের ২২ নম্বর রোডের ৩২ নম্বর বাড়ির ৬ তলায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন এসআই আব্দুস সাত্তার। শনিবার সন্ধ্যার দিকে তাদের দুজনকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে চিকিৎসার্থে তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

ও‌সি সৈ‌য়দ শহ‌িদ আলম আরও জানিয়েছেন, হয়তো পরিবারিক কলহের জের ধ‌রে তারা আত্মহত্যা ক‌রে‌ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাড্ডা থানা সূত্রে জানা যায়, সম্প্রতি আব্দুস সাত্তার বাড্ডা থানায় যোগ দিয়েছিলেন। এর আগে তিনি রূপনগর থানায় কর্মরত ছিলেন।

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিনিধি জানিয়েছেন, এসআই আব্দুস সাত্তার ও তার স্ত্রীকে রাত সাড়ে ৮টার দিকে ঢামেক হাসাপাতালে আনা হলে সেখানকার জরুরি বিভাগের মেডিকেল অফিসার হাবিবুল হাসান দু’জনকেই মৃত ঘোষণা করেন।