অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ঈদে চট্টগ্রাম চিড়িয়াখানায় প্রচন্ড ভীড়, একদিনেই রেকর্ড পরিমাণ আয়

0
.

এবারের ঈদে দর্শনার্থীদের ভীড় লেগেছে চট্টগ্রাম চিড়িয়াথানায়। নতুন করে সংস্কারের পর চিড়িয়াখানার প্রতি আকর্ষণ বেড়েছে। ফলে ঈদের দিন থেকে চিড়িয়াখানায় লোকসমাগমন বাড়ছে। তবে ঈদের দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার একদিনে রেকর্ড রাজস্ব আয় বেড়েছে সর্বোচ্চ পরিমাণ। এদিন ৬ লাখ ৬ হাজার টাকা রাজস্ব আয় হয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার অতীত ইতিহাসে এটা একদিনে সর্বোচ্চ রাজস্ব আয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মঙ্গলবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত চট্টগ্রাম চিড়িয়াখানায় রেকর্ড ২০ হাজার ২০০ দর্শনার্থী প্রবেশ করে।

চট্টগ্রাম চিড়িয়াখানার নির্বাহী কমিটির সদস্য সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, চট্টগ্রাম চিড়িয়াখানা এখন অনেক সমৃদ্ধ। রয়েল বেঙ্গল টাইগার, সিংহসহ প্রায় ৪৬ প্রজাতীর প্রাণী রয়েছে। পশু-পাখিতে সমৃদ্ধ হওয়ায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের আগমন আগের তুলনায় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে।

এবার ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থী প্রবেশ করেছিল ১৫ হাজারেরও বেশি। যার মাধ্যমে ঈদের দিন ৪ লাখ ৬৮ হাজার টাকা রাজস্ব আয় হয়। ঈদের দ্বিতীয় দিন পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে ২০ হাজার ২০০ দর্শনার্থী প্রবেশ করে। যার মাধ্যমে রাজস্ব আয় হয় ৬ লাখ ৬ হাজার টাকা।

তিনি আরো জানান, চট্টগ্রাম চিড়িয়াখানার উন্নয়নের মাধ্যমে পশুপাখি, বণ্যপ্রাণীতে সমৃদ্ধির মাধ্যমে দর্শনার্থীদের আগমন বৃদ্ধি করতে চিড়িয়াখানার উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।