অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে ৪০ গাঁজা উদ্ধার: প্রাইভেটকারসহ গ্রেফতার ৪

0
.

চট্টগ্রাম মহাবন্দর আকবরশাহ বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ ৪ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার ভোরে নিউ শহীদ লেইন কলোনীর পাহাড়িকা সিএনজি স্টেশনের সামনে ডিবি এ অভিযান চালায়।

গ্রেফতারকৃত আসামী- মোঃ শফিক (৪৬), মোঃ সেলিম (৩৫), মোঃ মোস্তফা (৪২), মোঃ কামাল মিয়া (৪৮) গাড়ির চালক), পালিয়ে যাওয়া আসামীর রুপ মিয়া (৪০)।

সিএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার জনসংযোগ) আনোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়-গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়িকা সিএনজি স্টেশনের সামনে একটি সাদা রংয়ের স্টেশন ওয়াগন প্রাইভেটকার (রেজি নং-চট্ট-মেট্রো-গ ১১-৬৫১৪) আটক করে তল্লাশীকালে গাড়িটির পিছনের সিটের নীচ হইতে ৪০টি পলিথিনে মোড়ানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় চালকসহ ৪ আরোহীকেকে গ্রেফতার করা হয়। একজন পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানিয়েছে দীর্ঘদিন যাবত পলাতক আসামী রুপ মিয়ার থেকে গাঁজা ক্রয় করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসিতেছিল। পরে তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়।