অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

নগরীতে টর্ণেডোর আঘাতে নিহত ২, শতাধিক বাড়ি ঘর লণ্ডভণ্ড

0
.

চট্টগ্রাম মহানগরীতে টর্নেডোর আঘাতে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। আজ মঙ্গলবার ভোরে নগরীর হালিশহর, কাট্টলী উপকূল দিয়ে কয়েক মিনিটের টর্ণেডোর আঘাতে দেয়াল ধসে একজন এবং নগরীর চাকতাই এলাকায় বজ্রপাতে আরো একজন মারা যায়। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

.

সিটি কর্পোরেশনের উত্তর হালিশহর ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাশেম এ খবর নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হালিশহর ফল্যাতলী বাজার এলাকার মোহাম্মদ হানিফ (৪৭) ও চাকতাই এলাকার দেলোয়ার হোসেন (২৫)।

.

স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে ঝড়ো হওয়া চলাকালে হঠাৎ টর্ণোডো আঘাত হানে হালিশহর, কাট্টলী উপকূলে। এসময় বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠান, গাছপালা ল-খন্ড হয়ে যায়। উঠে যায় বিভিন্ন কাঁচাঘর। এমনি কয়েকটি ভবনের চাঁদ ও দেয়াল ধসে পড়েছে। ভেঙ্গে পড়েছে গাছ পালা ও বিদ্যু খুটি।

.

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির নায়েক শাহাব উদ্দিন বলেন, ভোরে ফল্যাতলী বাজার এলাকায় পাকা ভবনের ছাদ ধসে গুরতর আহতবস্থায় হানিফকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এসময় তার স্ত্রীসহ আহত হয়েছে ৩ জন। নিহত হানিফ গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।

এদিকে একই সময়ে চাকতাই এলাকায় নিজ বাসায় বজ্রপাতে এক ব্যাক্তি নিহত হয়েছেন দেলোয়ার হোসেন। বিষয়টি করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ।