অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

গ্রিক দেবীর মুর্তিটি ফের স্থাপন করা হয়েছে

16
শনিবার রাত ১০টার দিকে নারী মুর্তিটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে স্থাপন করা হয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সরিয়ে নেয়া গ্রিক দেবীর মুর্তিটি ফের অ্যনেক্স ভবনের সামনে স্থাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা দিকে মুর্তিটি বসানোর কাজ শেষ হয়। ভাস্কর মৃণাল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ছোট পিকআপে করে শনিবার রাত ১০টার দিকে নারী মুর্তিটি সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আনা হয়। পরে ভার উত্তোলক যন্ত্র দিয়ে পিকআপ থেকে ভাস্কর্যটি নামানো হয়। ভাস্কর্যটি পুনঃস্থাপন করতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছেন।

গত বছরের শেষ দিকে এ মুর্তিটি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বসানো হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে মুর্তিটি অপসারণের দাবিতে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি পাঠান। বিবৃতিতে এটিকে মূর্তি হিসেবে উল্লেখ করেন তিনি। এরপর থেকে মুর্তিটি সরানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনটি।

হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের অব্যাহত দাবির মুখে গত বৃহস্পতিবার মধ্যরাতে সুপ্রিম কোর্ট চত্বর থেকে মুর্তিটি সরানোর কাজ শুরু হয়। রাত চারটার দিকে মুর্তিটি সরানোর কাজ শেষ হয়। ভাস্কর্যটির নির্মাতা মৃণাল হক ঘটনাস্থলে উপস্থিত থেকে এটি সরানোর কাজ তত্ত্বাবধান করেছিলেন। সুপ্রিম কোর্টের মূল চত্বর থেকে সরানোর পর মুর্তিটি ত্রিপলে মুড়িয়ে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছিল।

১৬ মন্তব্য
  1. Ali Akkas বলেছেন

    ” সাপও মারলো,লাঠিও ভাংলো না”

  2. Alim Uddin বলেছেন

    মক্কা বিজয়ের পর যখন রাসূলুল্লাহ (স) কাবা ঘরের ৩৬০ মূর্তি ভেঙে ফেললেন, তখন কার হৃদয়ে আগুন ধরেছিল??
    নিশ্চয়ই ইবলিশ শয়তান ও তার দুসর কফির মুশরিকদের।
    এখনো যারা মূর্তি রাখার পক্ষে যারা কথা বলেন তারা আবু জেহেল আবু লাহাববের অনুসারী, সন্দেহ নাই।

  3. Shoyeb Nayeem বলেছেন

    ভাস্কর্য !

    1. Saiful Islam Shilpi বলেছেন

      ভাস্কর্য আর মুর্তির পার্থক্য কি..?

    2. Shoyeb Nayeem বলেছেন

      এটা মূর্তি!

    3. Shoyeb Nayeem বলেছেন

      এটা ভাস্কর্য ।

    4. Saiful Islam Shilpi বলেছেন

      কোনটাই ভাস্কর্য না, সব মুর্তি, মানুষ এবং প্রাণির তৈরী সব মুর্তি। ইসলাম বিজয়ের ইতিহাস নিশ্চয় জানেন? মক্কায় ৩৬০ মুর্তি ভাঙ্গা হয়েছিল। কোন ভাস্কর্য নয়।

    5. Saiful Islam Shilpi বলেছেন

      Shoyeb Nayeem এ দুটোর মধ্যে পার্খক্য কোথাই..?

    6. Shoyeb Nayeem বলেছেন

      যে ফর্মে থাকে বহুমাত্রিক চিন্তার উম্মেষ তাকেই বলে ভাস্কর্য ।
      আর –
      যে ফর্মে থাকে শুধু নিজের অস্তিত্ব প্রকাশের আধার তাকেই বলে মূর্তি ।

    7. Saiful Islam Shilpi বলেছেন

      এটা আমাদের চিন্তা চেতনার বিষয় কোনটাকে মুর্তি বলবো, কোনটাকে ভাস্কর্য বলবো। গুণগত বিচারে। কিন্তু আক্ষরিক অর্থে প্রাণী মানুষ ও পশুপাখির তৈরী সবগুলো মুর্তি। আর এখানে যেহেতু (গ্রিক নারী) ধর্মীয় ইস্যূ সৃস্টি হয়েছে সে দৃষ্টিকোন থেকে মুর্তি বলেছি।

  4. Md Rowshan Islam বলেছেন

    অনঅতিল্বে এই মূর্তি অ্যানেক্স ভুবনের সামন থেকে চিরতরে নির্চিহ্ন করতে হবে।নতুবা ফের আন্দোলন কর্মসূচী মুখে পতিত হবে অ্যানেক্স ভুবন।

  5. Alamin Ahmed বলেছেন

    যে লাউ সেই কদু…

  6. True Liberal News বলেছেন

    Wow

  7. Sahed Alam বলেছেন

    Ay baler news ato procar dorkar ki…bal utbe bel felbe atiy to sabavik….r ey dike mal je bajet e vet,tex..aro koto ki amader upr tal dicce tar kvr ace?

  8. Mohammad Lokman Titu বলেছেন

    নাটকের শেষ নায়,,
    কারন তাদের লজ্জা নায়