অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মুর্তি অপসারণ করা হয়েছে

2
অপসারণ করা হচ্ছে গ্রিক দেবীর মুর্তি। রাত ২টায় তোলা ছবি।

পবিত্র রমজানের আগেই সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক মুর্তি অপসারণের আল্টিমেটাম দিয়েছিল হেফাজতে ইসলাম। অবশেষে সে আল্টিমেটামই কাজ হলো। আজ (২৬ মে) বৃহস্পতিবার দিবাগত রাতেই নগ্ন দেবীর সেই মুর্তি ভেঙ্গে ফেলা হয়েছে।

রাত ১২টার দিকে সুপ্রিম কোটের সামনে বেশ কিছু শ্রমিক উপস্থিত হয়ে মুর্তি ভাঙ্গার শুরু করে। রাতভর কাজ করে অক্ষতবস্থায় ভোর ৪টার দিকে মুর্তিটি অপসারণ করে একটি ট্রাকে তুলে নিয়ে যাওয়া হয়।

ভোর ৪টার দিকে গ্রীক নারীর মুর্তি সরিয়ে ফেলা হলো।

এদিকে মুর্তি অপসারণের খবর পেয়ে সুপ্রিম কোর্টের প্রধান ফটকে জড়ো হয়ে বিক্ষোভ করেছে গণজাগরণ ও ছাত্র ইউনিয়নের কর্মীরা।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যটি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। হেফাজতের এই দাবির নিন্দা জানিয়েছেন বিশিষ্ট নাগরিকেরা ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

হেফাজতের আমির শাহ আহমদ শফী গত সোমবার এক বিবৃতিতে বলেন, সর্বোচ্চ বিচারালয়ের সামনে গ্রিক দেবীর মূর্তি স্থাপন বাংলাদেশের গণমানুষের ধর্মীয় বিশ্বাস, সাংস্কৃতিক ঐতিহ্য ও আদর্শিক চেতনার একেবারেই বিপরীত। অবিলম্বে এটি অপসারণের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় ইমান, আকিদা ও ঐতিহ্য রক্ষায় লাখ লাখ মানুষ রাস্তায় নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

২ মন্তব্য
  1. Mohammad Elias বলেছেন

    ধন্নাবাদ

  2. Md Rowshan Islam বলেছেন

    আল-হামদুলিল্লাহ।শুক্রিয়া মহান আল্লাহর।