অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

পায়ের তালুতে ১০ লাখ টাকার স্বর্ণের বার, আটক ১

1
.

পায়ের তালুতে লুকিয়ে আনা ১০ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটক করা হয়েছে কুয়ালালামপুর থেকে আসা এক যাত্রীকে।

.

মঙ্গলবার দুপুরে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা বিধান মিয়া (৩৪) নামে এ যাত্রীকে আটক করে। আটক বিধান নরসিংদীর রায়পুরা এলাকার বাসিন্দা। তার  পাসপোর্ট নং: এজি১৩১৮২১০।

শুল্ক গোয়েন্দার ডিজি ড. মইনুল খান জানান, এই যাত্রী আজ দুপুর ১২টা ১০ মিনিটের সময় মালিন্দ এয়ারলাইন্সের ওডি১৬৬ যোগে  হতে শাহজালালে অবতরণ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীর পরিহিত জুতার ভিতরে পায়ের তালুতে টেপ দিয়ে মুডানো অবস্থায় ২টি স্বর্ণবার (২০০ গ্রাম) উদ্ধার করে শুল্ক গোয়েন্দারা।

বিধান মিয়া গ্রিন চ্যানেল পার হওয়ার পর শুল্ক গোয়েন্দারা গতিরোধ করে। পরে তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়।আটক স্বর্ণের মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ বিষয়ে পরবর্তী আইনানুগ বাবস্থা গ্রহণ করা হচ্ছে।

১ টি মন্তব্য
  1. Jalal Uddin Sagor বলেছেন

    ভাল বুদ্ধি