অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

“বিচার বিভাগকে পঙ্গু করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না”-প্রধান বিচারপতি

2
.

কোনও বিধান আইন ও সংবিধানের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক হলে তা বাতিল করতে সুপ্রিমকোর্ট পিছপা হবে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহ। তিনি বলেন, ‘একটি গণতান্ত্রিক সরকার যদি বিচার বিভাগকে সহায়তা না করে, তবে তা সত্যই দুঃখজনক। বিচার বিভাগকে পঙ্গু করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না।’ মঙ্গলবার রাতে বগুড়া সার্কিট হাউজে জেলা জজশিপ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি আয়োজিত বিচার বিভাগীয় সম্মেলনে তিনি এসব বলেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি, সেদিন থেকেই বিচার বিভাগকে রোল মডেল করার চেষ্টা চালাচ্ছি। কিন্তু সরকারের একটি মহল আমার এই চেষ্টায় সহযোগিতা না করায় দিন দিন মামলা জট বাড়ছে।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করার জন্য বার বার তাগাদা দিলেও আইন মন্ত্রণালয় আমাকে চিঠি দিয়ে বাধা দিচ্ছে।’

আইন মন্ত্রণালয়কে ইঙ্গিত করে প্রধান বিচারপতি বলেন, ‘তারা শুধু আমাদের ওপরই খবরদারি করছে না, তারা সুপ্রিম কোর্টের ওপরও হস্তক্ষেপ করছে।’ তিনি বলেন, ‘বিচার বিভাগ সরকারের উন্নয়নে বাধা দেয় না। ইউপি নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় সরকার। এতে বাধা দেওয়া হয়নি। তাহলে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হতো। একই দল থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ালে তাদের ভিন্ন প্রতীক দিয়ে স্বতন্ত্র প্রার্থী করতে পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের আগে সীমানা নির্ধারণ করতে হয়। কিন্তু নদীমাতৃক বাংলাদেশে ভাঙনের কারণে তা সম্ভব নয়। আইন অনুসারে নির্বাচন হওয়ার কথা না থাকলেও সে সুযোগ দেওয়া হয়।’

বিচারকদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, ‘মামলার মেরিট দেখে নিষ্পত্তি করুন; বিচারের নামে প্রহসন মেনে নেওয়া হবে না।’ এ সময় তিনি বগুড়ায় ২০০০ সালের আগের সব দেওয়ানি ও ২০০৫ সালের আগের সব ফৌজদারি মামলার নিষ্পত্তি করার নির্দেশ দেন।

সরকারি আইনজীবীদের সম্মানী কম হওয়ার সমালোচনা করে এসকে সিনহা বলেন, ‘পিপি, জিপি ও অন্যদের সম্মানী কম হওয়ার কারণেই তারা বাধ্য হয়ে প্রাইভেট প্র্যাক্টিস করে থাকেন। এতে মামলার জট বাড়ে।’ তিনি বলেন, ‘রাত ৯টার সময়ও এসিল্যান্ডের অফিস খোলা থাকে। সব রেকর্ড থাকার পরও নামজারিতে অনিয়ম করা হয়। একজনের সম্পত্তি অন্যজনকে রেকর্ড করে দেওয়া হয়ে থাকে।’ এ ব্যাপারে ডিসির হস্তক্ষেপ কামনা করেন।

এসকে সিনহা বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলের মসজিদে জুমার নামাজের খুতবায় নানা উস্কানি দেওয়া হয়। এতে অনেক যুবক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই প্রশাসনকে সাদা পোশাকে উপস্থিত থেকে নোট নিতে হবে। পরবর্তী সময়ে ইমামদের ডেকে পরামর্শ দিতে হবে।’

২০১০ সালে শুরু হওয়া বগুড়া ম্যাজিস্ট্রেসি ১২ তলা ভবনের কাজ ২৩ মাসে শেষ করার কথা থাকলেও ৬৫ মাসে শেষ না হওয়ায় প্রধান বিচারপতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি গণপূর্ত বিভাগকে ৩১ মে’র মধ্যে অন্তত ৪ তলার কাজ শেষ করতে নির্দেশ দিয়ে বলেন, ‘আমি এসে উদ্বোধন করব।’

এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বগুড়ার সব আদালত পরিদর্শনসহ বিভাগীয় কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন। বিকালে মহাস্থান যাদুঘর পরিদর্শন করেছেন।

বগুড়ার সিনিয়র জেলা জজ শফিকুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম জজ শওকত হোসেনের সঞ্চালনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফজলুল হক, সিভিল সার্জন ডা. সামসুল হক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহমেদ, লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী বিনয় দাস বিষু, জিপি এএনএম ময়নুল ইসলাম, পিপি আবদুল মতিন, প্রথম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নরেশ মুখার্জী, বগুড়া বার সমিতির সভাপতি লুৎফে গালিব আল জাহিদ মৃদুল, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক প্রমুখ।

২ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    আইন এবং বিচার বিভাগ দুটোই তো “কো”মাতে আছে, তো পঙ্গু করতে হবে কেন???

  2. Rodrotonu Rt বলেছেন

    100%