অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

যুবলীগ নেতা হাসান মাহমুদের কারামুক্তিতে জেলগেটে সংবর্ধনা

0
.

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য, সাবেক ছাত্রনেতা খাগরিয়া গণি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাসান মাহমুদ এর জামিনের মুক্তি লাভ উপলক্ষ্যে চট্টগ্রাম কারা ফটকে এক সংবর্ধনা মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হয়।

জামাতের ষড়যন্ত্রমূলক একটি মিথ্যা মামলায় গত ১৩ এপ্রিল-২০১৭ ইংআদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত হাসান মাহমুদকে জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এক সপ্তাহের মাথায় মঙ্গলবার জামিন পেয়ে তিনি কারাগার থেকে বের হন।

তাৎক্ষনিক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগ যুবলীগ এর উদ্দ্যেগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সভাপতি সিডিএ বোর্ড সদস্য আ ম ম টিপু সুলতান চৌধুরী।
দক্ষিণ জেলা যুবলীগ সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ এর সাবেক আহ্বায়ক মাহফুজুর রহমান মেরু, কেন্দ্রীয় যুবলীগ সদস্য জাহেদুর রহমান সোহেল, খাগরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগ শ্রম বিষয়ক সম্পাদক আকতার হোসেন, দক্ষিণ জেলা যুবলীগ দপ্তর সম্পাদক নাজিম উদ্দিন, খাগরিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি, আবু তাহের, সাধারণ সম্পাদক রাশেদ আজগর সুজা, বেসরকারি কারা পরিদর্শক উত্তর জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি জাবেদ জাহাঙ্গীর টুটুল, যুবলীগ নেতা হারুনুর রশিদ খোকা, আলীনুর মানিক, মোহাম্মদ মহসিন, আবু বক্কর, শহীদুল ইসলাম রাসেল, মোহাম্মদ ইদ্রিস, দক্ষিণ জেলা ছাত্র লীগের নেতা মিজানুর রহমান, মোরশেদ শিকদার, আবুল কালাম আজাদ, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ ফোরকান, মঞ্জুর আলম, মোহাম্মদ রফিক আহম্মদ, যুবলীগ নেতা নাসির উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ছাদ্দাম হোসেন মানিক, খাগরিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা এনামুল হক এ্যানি, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ ফিরোজ, মোহাম্মদ মোরশেদ, সুমন, আবুল কাশেম প্রমুখ।

সভায় বক্তাগণ বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার পর ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মুজিবের আদর্শ সৈনিকেরা ও জামাত বিএনপির মিথ্যা মামলায়, আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কোর্টে গিয়ে জামিন আবেদন করার পর ও জামিন না মঞ্জুর করেও জেল হাজতে প্রেরণ করেন। এই সরকার আইনের প্রতি শ্রদ্ধাশীল, মুজিবের আর্দশ সৈনিকেরা আন্দোলনের ভয় দেখিয়ে পিছপা হন না। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ ও ভিশন ২০/২১ বাস্তবায়নে যুবলীগকে বিশেষ ভূমিকা রাখতে হবে। যতই মিথ্যা মামলা দেওয়া হোক না কেন মুজিব আদর্শের সৈনিকেরা পিছপা হন না। মুক্তিযুদ্ধের আদর্শের সংগ্রাম চেতনা, হচ্ছে যুবলীগ এর মূল শর্ত। আগামী দিনের লড়াই সংগ্রামে যুবলীগ কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। সুত্রঃ প্রেসবিজ্ঞপ্তি।