অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

উন্নয়নের নামে দেশে লুটপাট চলছে

1
কাজীর দেউড়ি বাজারে লিফলেট বিরতরণ করছেন বিএনপি ও যুবদল নেতারা।

আওয়ামী দু:শাসনের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে নগরীর কাজীর দেউড়ি ও আশে পাশের এলাকায় লিফলেট বিতরণ করেছেন যুবদল নেতারা। কেন্দ্রীয় বিএনপির ছাপানো এসব লিফলেটে সরকারের দু:শাসন, উন্নয়নের নামে লুটপাট, গুম হত্যা, মিথ্যা মামলাসহ নানা অপকর্মের চিত্র তুলে ধরা হয়েছে।

শনিবার সকাল ১১টায় কেন্দ্রিয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে কাজীর দেউড়ি বাজার, এ্যাপোল শপিং সেন্টার, ভিআইপি টাওয়ার, নূর আহমদ সড়ক, আসকার দীঘির পাড়সহ আশপাশের এলাকার ব্যবসায়ি ও সাধারণ মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়। এসময় সাধারণ মানুষ যুবদলের এ কর্মসূচিতে স্বত:স্ফুত সাড়া দেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

কাজীর দেউড়ি মোড়ে এসময় অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, দেশে আওয়ামীলীগের দুঃশাসন চলছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে সরকার নানামুখী ষড়যন্ত্র করছে। দেশের আইনের শাসন নেই, গণতন্ত্র নেই, মানবাধিকার প্রতিনিয়ত ভূলন্ঠিত হচ্ছে। বিরোধী মতকে দমনে সরকার নির্যাতনের ইতিহাস গড়েছে। বিএনপির কর্মী থেকে শুরু করে র্শীষ নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা রুজু করছে। উন্নয়নের নামে দেশে লুটপাট চলছে।

আবুল হাশেম বক্কর বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, গ্যাস ও বিদ্যুৎ সংকটে জনগণের ত্রাহি অবস্থা। প্রতিবাদ করলেই নেমে আছে জেল জুলুমের খড়গ। তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরোদ্ধে বর্তমান অবৈধ সরকার একের পর এক মামলা রুজু করে চলেছে। সরকারের নির্দেশে খালেদা জিয়ার মামলাগুলোতে সাজা করার ষড়যন্ত্র চলছে।

তিনি আরো বলেন, গণতন্ত্রকে পাশ কাটিয়ে সরকার প্রশাসন নির্ভর হয়ে বিরোধী দলকে দমন করে যেভাবে দেশে এক পেশে শাসন কায়েম করছে তাতে এদেশের অর্জিত অগ্রগতি ব্যাহত হবে।

লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন দিপ্তী, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী লিটন, সহ-সভাপতি শাহজাহান কবির শাহিন, নূর আহমদ গুড্ডু, যুবদল নেতা সাইফুর রহমান শপথ, হাবিবুর রহমান মাসুম, শাহাব উদ্দিন বাবু, নূর হোসেন নুরু, ইকবাল পারভেজ, ইকবাল হোসেন, আবু মুছা, এইচ এম আজাদ, মিয়া মোহাম্মদ হারুন, শাহাদাত হোসেন ওয়াসিম, মো: রফিক, এরশাদ হোসেন, আবদুল হাই, নওশাদ হোসেন, মো: ইয়াসিন, বেলায়েত হোসেন, মো: ছগির, আবু ফয়েজ, মো: ইসহাক, মো: শাহজাহান, আবদুল বাতেন, ওয়াহিদ মুরাদ, মাইনুদ্দিন, মো: হাসান, রাহাত আলী সাইম, মুজিবুর রহমান রাসেল, মাহবুবুর রহমান, মনোয়ার হোসেন মানিক, আসাদুজ্জামান রুবেল, মো: ইউনুস, মো: জসিম, মো: আকাশ, মো: সরওয়ার, মো: রাশেদ, বজল আহমদ, শহীদ উল্লাহ শহীদ, রাজু খান, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, বাচ্চু মিয়া, আবদুল আজিজ, সোহাগ খান, নুরুল ইসলাম জাবেদ, ইসমাইল হোসেন, প্রমুখ।

১ টি মন্তব্য
  1. Forhad Uddin বলেছেন

    বি এন পি উন্নয়ন করে না তাই দূর্নীতির প্রশ্নই ওঠে না।।।