অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে এলইডিপি’র ওয়েব ডিজাইন এন্ড ডেভলমেন্ট কোর্সের সমাপনী

0
.

চট্টগ্রামের ‘লার্ণি এন্ড আর্ণি ডেভলমেন্ট প্রজেক্টে (এলইডিপি)’র উদ্যোগে ওয়েব ডিজাইন এন্ড ডেভলমেন্ট কোর্সের ৫২২তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে সার্দান বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সিএসই বিভাগের সহকারী শিক্ষক প্রিয়ন চৌধুরী, এলইডিপি এর ওয়েব ব্যাচের ট্রেইনার জেকব নাথ ও আবু হানিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলইডিপি‘র মোঃমামুনুর রহমান। এতে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এলইডিপি ওয়েব ব্যাচের সফল ফ্রিল্যান্সার রায়হান মাহমুদ ও এস এম সিরাজুল মোস্তফা ।

প্রধান অতিথি বলেন, প্রত্যেক তরুণকে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে সোনার বাংলা গড়ার দায়িত্ব এ তরুণদেরই।

.

এলইডিপি ডিজিটাল মার্কেটিং ট্রেইনার আবু হানিফ নিজের সফল ফ্রিল্যান্সার হওয়ার গল্প তুলে ধরে কিভাবে একজন দক্ষ ও সফল ফ্রিল্যান্সার হওয়া যায় সেই দিক নির্দেশনা তুলে ধরেন ।

কোর্সের ট্রেইনার মোঃ মামুনুর রহমান কোর্সে এর ফলাফল তুলে ধরে বলেন, প্রায় ৬ জন এর মতো ইতিমধ্যে আর্নিং শুরু করেছে এবং প্রায় ৭জনের মতো বিভিন্ন প্রতিষ্ঠানে ইতি মধ্যেই জব করেছে । বাকীরাও ক্লায়েন্ট রেসপন্স পাচ্ছে । খুব দ্রুতই তারাও ফলাফল দেখাবে বলে আশা করা হচ্ছে ।

.

এলইডিপি’র চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোর্ডিনেটর মোঃ ইকরাম ভিডিও কনপারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন । শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও যেন সবাই একসাথে থাকতে পারে এজন্য রেডিসন ডিজিটাল টেকনোলজি থেকে অফিস নেওয়া হয়েছে বলে জানান যা শুধু চট্টগ্রামেই ।