অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেনের সংবর্ধনা অনুষ্ঠিত

0
.

সাতকানিয়া উপজেলার খাগরিয়া গণিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী ও খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকতার হোসেন এর সংবর্ধনা অনুষ্ঠান গত ১লা এপ্রিল রবিবার গহিরা স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও দক্ষিণজেলা যুবলীগ এর সদস্য হাসান মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা মফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী।

এতে আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, চন্দনাইশ উপজেলা আওয়ামলীগ সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাতকানিয়া পৌরসভা মেয়র দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের মো. জুবায়ের, কেন্দ্রীয় যুবলীগ ও জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম সদস্য জাহেদুর রহমান সোহেল, সংবর্ধিত ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আকতার হোসেন, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শিবলী, উপজেলা শিক্ষা অফিসার বাবু আশিষ চিরান, সাতকানিয়া থানা আওয়ামী লীগের উপদেষ্ঠা কোরবান আলী বাদশা, আওয়ামী লীগ নেতা মোজাফ্ফর আমহদ সওদগার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মেম্বার, সাধারণ সম্পাদক রাশেদ আজগর সুজা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইরা দাশ গুপ্ত।

উদ্বোধক মফিজুর রহমান বলেন শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। পহেলা জানুয়ারীতে সরকার সাড়ে সাত্রিশ কোটি বই বিনা মূল্যে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। ডিজিটাল পদ্ধতিতে এক কোটি ত্রিশ লক্ষ শিক্ষার্থীদের মায়ের ফোনে প্রতি মাসে ৬০০ টাকা পৌছে যাবে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই শিক্ষাবৃত্তির টাকা পৌছে যাবে। এটি হচ্ছে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর বিশাল সাফল্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ, তথ্য প্রতিযুক্তিতে বিরাট সাফল্য অর্জন করেছে। এই সরকার জনগনের সরকার। জননেত্রী শেখ হাসিনার মিশন ২০২১ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে কৃর্তী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সংবর্ধিত চেয়ারম্যান আখতার হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়।