অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ছাত্রদের গায়ের উপর চড়া সেই উপজেলা চেয়ারম্যান নূর হোসেন জামিন পেলেন

0
.

শিক্ষার্থীদের তৈরি ‘মানব সেতু’তে চড়া চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী জামিন পেয়েছেন।
বুধবার (২৯ মার্চ) বিকেলে চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এবং শিশু আদালতের বিচারক মামুনুর রশিদ চূড়ান্ত চার্জশীট দাখিল পর্যন্ত তাকে এই জামিন প্রদান করেন।

দীর্ঘ দুই মাস পর বুধবার বিকেলে নূর হোসেন পাটোয়ারী চাঁদপুর আদালতে আত্মসমর্পণ করেন। ওই সময় আদালতে নূর হোসেনের পক্ষে-বিপক্ষে আইনজীবীরা যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে বিকেলে আদালত অভিযুক্ত চেয়ারম্যান নূর হোসেনকে জামিন প্রদান করেন।

নূর হোসেন পাটোয়ারী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩০ জানুয়ারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি জুতা পায়ে চড়ে ‘মানব সেতু’ পার হন।

এ ঘটনায় এক অভিভাবক নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ ৫ জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।