অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে প্রতারণার মামলা

1
.

প্রতারনার অভিযোগে চট্টগ্রামে মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনের ২২ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মুঠোফোনে লোভনীয় প্রস্তাবের বার্তা (এসএমএস) পাঠিয়ে প্রতারণার অভিযোগে আজ ২৯ মার্চ বুধবার চট্টগ্রাম চতুর্থ মহানগর হাকিম হারুন উর রশিদের আদালতে এ মামলা দায়ের করেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এস এইচ এম হাবিবুর রহমান আজাদ।

মামলার আসামীরা হলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রাজীব শেঠি (৫৫), প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও পরিচালক শরীফ আহমেদ (৫০), টেকনিক্যাল বিভাগের স্পেশালিস্ট আহমেদ মঞ্জুর উদ দৌলা (৫২), অর্থ তহবিলের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মো. শাহেদ (৫০), ট্রাস্টি বোর্ডের সদস্য মাইনুর রহমান ভুঁইয়া (৪৮), মঈনুল কাদের (৪৫), মঞ্জুর উদ দৌহা (৪৭), হেড অব এক্সটারনাল কমিউনিকেশান সৈয়দ তালাত কামাল (৪২) সহ ২২ জন ।

অভিযুক্তদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর ৬৬(২)/৭৪ ধারায় অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়। আদালত অভিযোগটি তদন্ত নথিভূক্ত করে ব্যবস্থা নেয়ার জন্য সিএমপি’র ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতি নির্দেশ দেন।

মামলার বাদি পক্ষের আইনজীবী এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে এজহার হিসেবে নথিভূক্ত করার জন্য নগরীর ইপিজেড থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদি মুঠোফোন ব্যবহারকারী নগরীর সিইপিজেড এর ব্যাংক কলোনি গেইটের জাফর ম্যানশানের তৃতীয় তলার বাসিন্দা হওয়ায় ইপিজেড থানা পুলিশকে এ নির্দেশ দেওয়া হয়েছে।

১ টি মন্তব্য
  1. বাদী কতো পাইলে অভিযোগ প্রত্যাহার করবে, সেই খবরটা শোনার জন্য অপেক্ষা করছি ? ? ?