বায়োজিদে অজ্ঞাত যুবককে হত্যার পর পালিয়ে গেছে সহযোগিরা

চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ থানাধীন পশ্চিম শহীদ নগর এলাকার এক বাসায় অজ্ঞাত এক যুবককে শ্বাসরোধ করে হত্যার পর পালিয়ে গেছে তার সহযোগিরা।
বুধবার মধ্যরাতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে রাত দুইটায় বায়োজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন পাঠক ডট নিউজকে এখবর নিশ্চিত করেছেন।
এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশ বাড়িটির মালিক প্রবাসী আবু সৈয়দের স্বজনদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন।

বাড়ির সদস্যরা পুলিশকে জানিয়েছে, বুধবার সন্ধ্যার দিকে এক নারীসহ ৩ পুরুষ প্রবাসী আবু সৈয়দের বিল্ডিং এ বাসা ভাড়া করতে যায়। তারা বাসাটি ঘুরে দেখার কথা বলে পরিবারের সদস্যদের কাছ থেকে চাবি নিয়ে যায়। কিন্তু কয়েকঘন্টা পার হলেও চাবি ফেরত বা তারা ফিরে না আসায় বাড়ির লোজনের সন্দেহ হয়। রাতে সদস্যরা ঐ বাসায় গিয়ে দেখেন বাসার কক্ষে ফ্লোরে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে। বাসা ভাড়া নিতে আসা ৩ নারী পুরুষরাও নেই। এরপর পুলিশকে বিষয়টি জানায়।
ওসি মহসিন জানান প্রায় ২৫ বছর বয়সি অজ্ঞাত যুবকের পরনে কালো জিন্স প্যান্ট,গায়ে নেভী ব্লু ফুল শার্ট রয়েছে। লাশের প্রাথমিক অবস্থা দেখে মনে হচ্ছে তাকে মোটা রশি দিয়ে গলায় প্যাচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যু্বকের নাক মুখ দিয়ে রক্ত রেরিয়ে গেছে।
বাড়ির লোকজন এ হত্যাকাণ্ডের ব্যাপারে তেমন কোন তথ্য দিতে পারেনি। তারপরও তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যার ক্লু বের করতে এবং তদন্তের স্বার্থে যুবকের পরিচয় জানা জরুরী।