অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

চট্টগ্রামে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, আটক-৩

6
.

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন বড়পুল পিসি রোড এবং বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭। এসময় কার্ভাডভ্যানসহ ৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো, সৈয়দুল আমিন শহিদুল আমিন প্রকাশ আমিন (৩০), মোঃ রেজাউল করিম প্রকাশ রাজিব (২৮), মোঃ শরফুদ্দিন (৪০)। সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিে এ তল্লাশি চালায় পুলিশ।

 আজ মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-৭ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের বিষয়টি সংবাদ মাধ্যমকে অভিহিত করা হয়।

র‌্যাব জানায়, হালিশহরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলোর মূল মালিক সৈয়দুল আমিন শহিদুল আমিন প্রকাশ আমিন (৩০) কে আরো ৮হাজার ইয়াবাসহ আটক করা হয়।

র‌্যাব-৭এর সিনিয়র এএসপি শাহেদা সুলতানা বলেন, মোট ৮০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক সৈয়দুল আমিন ২০১৫ সালের ২৮ নভেম্বর ধনিয়ালাপাড়া ‘এস এ পরিবহন’ এর পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস শাখা থেকে উদ্ধারকৃত ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট এর পলাতক আসামী।

৬ মন্তব্য
  1. Alim Uddin বলেছেন

    ভাই, ইয়াবার কারখানা বন্ধ করেদিলেই হয়।

  2. Saiful Islam Shilpi বলেছেন

    ইয়াবার কারাখানা তো মিয়ানমারে.. কে কিভাবে বন্ধ করবে। বরং সীমাণ্তে ইয়াবা ঢোকা রোধ করতে হবে।

    1. সহিদুল ইসলাম বলেছেন

      ঢোকা বন্ধ করাও সম্ভব নয়,তবে বিম্পি হলে পারত!অন্তত বন্ধ করতে না পারলেও দেশে কারখানা তৈরী করতো,তাতে দ্যাশের টিয়া বাইরের দ্যাশে যাইতো না 😛

  3. Sagar Kamal বলেছেন

    সাবমেরিন তাহলে কেন কিনলাম?

  4. Shakwat Hossin বলেছেন

    দেশেই তো কারখানা আছে!