অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

বিএনপি মুর্খ ও বিয়াদপদের দল- ওমর ফারুক

8

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

.

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বিএনপি মুর্খ্য ও বিয়াদপদের দল। মানুষ এদের থেকে দূরে থাকতে চাই। এ কারনে তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আজ শনিবার দুপুরে চট্টগ্রামের পশ্চিম পটিয়া কর্ণফুলি  উপজেলা যুবলীগ আয়োজিত স্থানীয় কলেজ বাজারস্থ চত্ত্বরে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।

তিনি বিএনপির কঠোর সমালোচনা করে বলেন, বিএনপির রাজনীতি প্রেস ব্রিফিং করার মধ্যে সীমাবদ্ধ। বিএনপি ভাড়ায় নেতা বানায়, মন্ত্রী বানায়, মেয়র বানায়। বিএনপির কোন গণভিত্তি নেই। জনগণের সঙ্গে তাদের কোন সম্পর্ক নেই। শুধু বলে, আন্দোলন করবে। কোথায় সে আন্দোলন, কোথাও তো বিএনপিকে আন্দোলনে দেখি না। কোনদিন তো রাজপথে নামতে দেখি না। টেলিভিশনে দেখি তারাবির নামাজের পর দেখছি আন্দোলনের ডাক, সেহেরি খাচ্ছি তখনও আন্দোলনের ডাক দিচ্ছে। ইফতারির সময়ও আন্দোলনের ডাক দিচ্ছে।

ওমর ফারুক আরো বলেন, বিএনপি সময়কাল বুঝে না, বৃষ্টির দিনও বুঝে না। শীতকালও বুঝে না, গরমকালও বুঝে না। আন্দোলন কখন করতে হবে সেটা তারা জানে না।

কর্ণফুলী উপজেলা যুবলীগের সভাপতি সোলায়মান তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম হকের সঞ্চালনায় পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আলতাব হোসেন চৌধুরী বাচ্চু, সৈয়দ মাহমুদুল হক, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, চট্টগ্রাম মহানগর যুবলীগের আহবায়ক মহিউদ্দীন বাচ্চু, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন, কেন্দ্রীয় উপ-অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, যুবলীগ নেতা মির মহিউদ্দীন, আবদুল্লাহ আল মামুন, সেলিম উদ্দীন, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম, মাহাবুল হক সুমন, এসএম রাসেদুল আরম, পার্থ সারথী চৌধুরী, কেন্দ্রীয় সদস্য সাখাওয়াত হোসেন বাবুল, গিয়াস উদ্দীন সুজন, দেবাশীষ পাল দেবু, হাসান মুরাদ বিপ্লব, দক্ষিণ জেলা যুবলীগ নেতা দিদারুল ইসলাম চৌধুরী, আবদুল মান্নান, সম্পাদক মাবিদ হোসাইন।

৮ মন্তব্য
  1. Emrul Chowdhury বলেছেন

    খাঁটি কথা বলছে 😀 ^_^

  2. Shaher Shaher বলেছেন

    মুর্খ ও বিয়াদপদের দল- ওমর ফারুক

  3. Abdur Rahman Howlader বলেছেন

    বেয়াদব চোরের দল আমলীগ

  4. Mostafa Kamal বলেছেন

    প্রতিপক্ষ শত্রুর চেয়ে একটু এগিয়ে থাকে।
    জনাব ফারুক, আপনার দলটি কিসের দল? বিএনপির চেয়ে একটু এগিয়ে আছেন আপনারা – নয়কি?

  5. Alim Uddin বলেছেন

    ব্যবহারে বংশের পরিচয়।

  6. HM Asraf বলেছেন

    কে কত শিক্ষিত তা বচনে অনুমান করা যায়।

  7. Md Harun বলেছেন

    জনাব ওমর ফারুক এর আচরণ এ বুঝা যায় কে কত টুকু সভ্য ,, অন্যকে খুশি করতে গিয়ে নিজের ইমেজ নষ্ট করা ছাড়া আর কিছু নয়,,,

  8. RJ Raaj বলেছেন

    Ader karone awamilig at ghernito.