অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

সীতাকুণ্ডে রশিদ বেকারী বন্ধ, ২০ হাজার টাকা জরিমানা

0
.

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাদামবিবির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে নকল বিএসটিআই এর নাম্বার ব্যবহার, অপরিস্কার, নোংরা পরিবেশে বিস্কুট তৈরী ও প্যাকেটজাত করার অপরাধে রশিদ বেকারীর মালিক আব্দুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা এবং বিএসটিআই এর লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত বেকারী বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

আজ ১৪ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার সময় মাদামবিবির হাট এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন পাঠক ডট নিউজকে দীর্ঘ ১৫ বছর ধরে ব্যবসা করছেন আব্দুর রশিদ কিন্তু বিএসটিআই এর কোন লাইসেন্স না নিয়ে বিস্কুটের প্যাকেটে বিএসটিআই এর ভূয়াঁ নাম্বার ও লোগো ব্যাবহার করে আসছে।

এছাড়া নোংরা পুকুরের পানি, গুড়ো দুধের পরিবর্তে কনডেন্স মিল্ক, ঘি এর বদল ডালডা ব্যবহার করছে বিস্কুট তৈরীতে, প্যাকেটের গায়ে উল্লেখ নেই উৎপাদন তারিখ। তাই ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ধারা ৩৭ এবং ধারা ৪৫ লংঘনের দায়ে বেকারীর মালিককে জরিমানা করা হয়েছে।