অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

মীরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড উদ্ধারের ঘটনায় মামলা দায়ের

0
.

চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানা থেকে বিপুল গ্রেনেডসহ বিস্ফোরসহ বোমা তৈরীর সরঞ্জাম উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। মামলায়  জসিম ও মাহমুদুল হাসানসহ আরও আটজনকে আসামী করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক শহীদুল বশর বাদী হয়ে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন।

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় পুলিশ বাড়ীটির মালিক বিএনপি নেতা রিদওয়ানুল হককে আটক করেছে। স্থানীয় বিএনপি’র রাজনীতির সাথে জড়িত রিদওয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

এদিকে বুধবার বিকালেই উদ্ধারকৃত ২৯টি গ্রেনেড নিস্ত্রিয় করেছে পুলিশ বোম ডিসপোজাল টিম।

উল্লেখ্য, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার তীরচর গ্রাম এলাকায় হাইওয়ে পুলিশের একটি চেকপোস্টে বাস থামিয়ে চালকের কাগজ পরীক্ষা করার সময় বাস থেকে দুই ‘জঙ্গি’ নেমে এসে আল্লাহু আকবর বলে দুটি বোমা ছোড়ে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। এসময় জসিম ও মাহমুদুল হাসান নামে আটক করে পুলিশ। পরে তাদের স্বীকারোক্তিতে রাতেই পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্য এবং কুমিল্লা পুলিশ যৌথভাবে মীসরাইয়ের কলেজ রোডে অবস্থিত রিদোয়ান মঞ্জিলে অভিযান চালায়।

*মীরসরাইয়ের জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ গ্রেনেড বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

*মীরসরাইয়ের পর পটিয়াতে জঙ্গি আস্তানায় অভিযান

*মীরসরাইয়ে জঙ্গি আস্তানায় অভিযান: বিস্ফোরক উদ্ধার