অনুসন্ধান - অন্বেষন - আবিষ্কার

ফেনী সীমান্তে মাদক সন্ত্রাসীদের হামলায় আনসার নিহত: ম্যাজিস্ট্রেট আহত

2
আহত নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।

ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে মাদক সন্ত্রাসীদের হামলায় নওশের আলী (৩৫) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও অপর এক আনসার সদস্য আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

বুধবার (৮ মার্চ) রাতে জেলার ফুলগাজী উপজেলার বদরপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে হামলায় নিহত আনসার সদস্যের লাশ ভারত সীমান্ত এলাকার মুসলিমপাড়া খানা বাড়িতে নিয়ে যায়। বুধবার রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পরও বিএসএফ লাশ ফেরত দেয়নি।

সন্ত্রাসীরা আনাসার সদস্যকে ভারতের সীমান্তে নিয়ে হত্যা করায় তার লাশ সেখানে রয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ময়নাতদন্তের পর তার লাশ হস্তান্তরের কথা রয়েছে। ঘটনার পর বদরপুর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলীম জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় মাদক ব্যবসায়ীদের আটক করতে অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হন। এ ছাড়া হামলায় ম্যাজিস্ট্রেট সোহেল রানা ও এক আনসার সদস্য আহত হন। আহত ম্যাজিস্ট্রেটকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফেনীর অতিরিক্ত পুলিশ সপার (সার্কেল) ঐক্য সিং, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা কিচিঞ্জার চাকমা, ফুলগাজী থানার ওসি এম মোর্শেদ ও বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, খানাবাড়ি ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক সন্ত্রাসীরা গ্রেফতার এড়াতে ভারতীয় সীমান্তের সেই বাড়িতে অবস্থান নেন।

২ মন্তব্য
  1. Manik Islam বলেছেন

    «——>?ফাইন?<——»

    এখন সময়ঃ 12:06 PM

    ✔ ✳পারসোনাল বোট?Manik Islam বোট? ?

    ? ⛹ ?অল টাইম এক্টিভ ? ⛹ ?

    ✍ ☘ স্পিড 3.9G লাইকার ? ✍

    ?–? Host4Bot.Tk-Server2 ?–?

  2. Shahed Akboer বলেছেন

    ভাই মামলায় না হামলায় নিহত।